Mamata Banerjee Stands In Support Of Protesting Wrestlers, Calls For Justice


কলকাতা: দেশের মহিলা কুস্তিগীরদের আন্দোলন (Wrestlers Protest) সাম্প্রতিক সময়ে আলোড়ন ফেলে দিয়েছে। দেশের কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সাতজন মহিলা কুস্তিগীর। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভেও বসেছেন তারা। সেখানে কুস্তিগীরদের পাশে এসে দাঁড়িয়েছেন ভিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো তারকা কুস্তিগীররা।

এবার আন্দোলনরত কুস্তিগীরদের সমর্থনে তাঁদের পাশে থাকার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমাদের সকলের আন্দোলনরত কুস্তিগীরদের পাশে থাকা উচিত। ওরা সকলে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলেছে। আমাদের ক্রীড়াবিদরা আমাদের দেশের গর্ব। ওরা প্রত্যেকেই চ্যাম্পিয়ন। যে দোষ করেছে, সে যে কোনও রাজনৈতিক দলেরই হোক না কেন, তার শাস্তি পাওয়া উচিত। ন্যায়বিচার হওয়া উচিত। সত্যির জয় হবেই।’

 

আরও পড়ুন: গুণের ‘খনি’, কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

শুধু মমতা বন্দোপাধ্যায়ই নন, কুস্তিগীরদের পাশে থাকার ডাক দিয়েছেন নীরজ চোপড়া, কপিল দেবের মতো জনৈক ক্রীড়াবিদরাও। নীরজ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘টোকিও অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ বার্তা দিয়েছেন, ”এটা খুবই স্পর্শকাতর বিষয়। নমনীয়তা এবং কোনওরকম পক্ষপাতদুষ্ট না হয়ে স্বচ্ছতার সঙ্গেই বিষয়টি দেখা উচিত। সংস্থার উচিত, দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং ন্যায়বিচার করা।’ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব তাঁর সোশ্য়াল মিডিয়ায় স্ট্যাটাসে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তাঁরা কি কখনও সুবিচার পাবেন?’

উল্লেখ্য, সর্বভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে তাঁরা এফআইয়ার দায়ের করার জন্য প্রস্তুত। পাঁচদিন ধরে বারবার পুলিশে অভিযোগ জানিয়ে এসেছিলেন ফেডারেশনের ৭ জন মহিলা কুস্তিগীর। কিন্তু তাতে প্রাথমিকভাবে কর্ণপাত না করলেও, অবশেষে নত হতে হল পুলিশকে। তবে নয়াদিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদ সভা অব্যাহত। সেখানেই তাঁরা রাত্রিযাপনও করছেন।

আরও পড়ুন: পেলেকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ, অভিধানে জায়গা পেলেন কিংবদন্তি ফুটবলার