‘২৫০০ টাকার জন্য দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ পাচারের চেষ্টা’

বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পড়েছেন এক নারী। মাত্র ২৫০০ টাকার বিনিময়ে প্রায় দেড় কোটি টাকার ২৭টি স্বর্ণের বার নিয়ে পশ্চিমবঙ্গে যাচ্ছিলেন তিনি। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্বর্ণের বারগুলো একটি কাপড়ে পেঁচিয়ে কোমড়ের সঙ্গে বেঁধে রেখেছিলেন তিনি। সন্দেহ হওয়ায় সীমান্তরক্ষী বাহিনীর নারী কর্মীরা তার তল্লাশি করেন। এতে প্রায় ২৭ ধরনের ২ কেজি স্বর্ণ বার বেরিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণ পাচারকারী ওই নারীর নাম মনিকা ধর। ৩৪ বছরের মনিকা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। পশ্চিমবঙ্গের বারাসাতের এক অপরিচিত লোকের কাছে মাত্র আড়াই হাজার টাকার বিনিময়ে এই স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন তিনি। এটি ছিল তার প্রথম পাচারের প্রচেষ্টা। 

জব্দ স্বর্ণ পেট্রোপোলের কাস্টম হাউজের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

সূত্র: এনডিটিভি