IPL 2023 KKR Vs GT Match Highlights: Gujarat Titans Defeats Kolkata Knight Riders By 7 Wickets At Eden Gardens


সন্দীপ সরকার, কলকাতা: চার বছর আগে ওয়ান ডে বিশ্বকাপে তাঁকে জাতীয় দলে নেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। বলা হয়েছিল, তিনি নাকি থ্রি ডি প্লেয়ার। যা নিয়ে অম্বাতি রায়ডু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। ট্যুইট করেছিলেন, আমি থ্রি ডি চশমা পরে সিনেমা দেখি। ক্রিকেট খেলি না…

সেই থ্রি ডি শো ফ্লপ হয়েছিল। জাতীয় দল থেকে ছাঁটাই হয়ে গিয়েছিলেন বিজয় শঙ্কর (Vijay Shankar)। এবারের আইপিএলে যাঁর পুনর্জন্ম হয়েছে। শনিবার ইডেনে (Eden Gardens) যিনি কেকেআরের (KKR vs GT) ঘাতক হয়ে হাজির হলেন। নিজেদের মাঠে রিঙ্কুর ৫ ছক্কার চাবুকে কলকাতা নাইট রাইডার্সের কাছে বিধ্বস্ত হয়েছিল গুজরাত টাইটান্স। এবার নাইটদের ডেরায় এসে মধুর প্রতিশোধ নিল গুজরাত। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে কেকেআরকে হারাল গুজরাত। ৮ ম্যাচে ১২ পয়েন্ট-সহ লিগ শীর্ষে পৌঁছে গেল গুজরাত।

শনিবার টসের পরই আকাশ কালো করে বৃষ্টি নামে ইডেনে। ভরদুপুরে যেন রাতের আঁধার। বৃষ্টি থামার পর নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শুরু হয় ম্যাচ। যে ম্যাচে নাইট শিবিরকে অন্ধকারে ডোবাল বিজয় শঙ্করের ব্যাট। শুরুতে ব্যাটিং করে কেকেআর তুলেছিল ১৭৯/৭। ১৩ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল গুজরাত। ২৪ বলে অপরাজিত ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন শঙ্কর। ১৮ বলে অপরাজিত ৩২ রান করে তাঁকে সঙ্গত করলেন ডেভিড মিলার। ব্যক্তিগত ২৬ রানের মাথায় সুয়াশ শর্মা লোপ্পা ক্যাচ ফেলে দেওয়ায় যিনি জীবন পেয়েছিলেন।

আরও পড়ুন: গুণের ‘খনি’, কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে 

ঋদ্ধিমান সাহা রান পাননি। ১০ বলে ১০ রান করে ফেরেন। তবে বাকি দুই প্রাক্তন নাইট ভোগালেন কেকেআরকে। মহম্মদ শামি ৩৩ রানে নিলেন ৩ উইকেট। শুভমন গিল ইনিংস ওপেন করে ৩৫ বলে করলেন ৪৯ রান। রহমনুল্লা গুরবাজের লড়াইও ব্যর্থ হয়ে গেল। ম্যাচের একটা পরিসংখ্যান চমকে ওঠার মতো। কেকেআর প্রথমে ব্যাট করে ১৭৯ রান তুলেছিল। ২০ ওভারে। যার মধ্যে ৩৯ বলে ৮১ রান গুরবাজের। বাকি ৮১ বলে উঠেছে মাত্র ৯৫ রান! ১৯ বলে আন্দ্রে রাসেলের ৩৪ রান ছাড়া বাকিটা শুধু লজ্জা আর হতাশার ছবি।

কেকেআরের প্লে অফের স্বপ্নও বড়সড় ধাক্কা খেল। শেষ ৫ ম্যাচের মধ্যে ৫টিই জিততে হবে নাইটদের। আইপিএল ম্যাচ মানেই যে শহর করব, লড়ব, জিতব রে-র সুর চেনে, নৈশালোকের ইডেনে সেখানেই বেজে উঠল ‘আভা দে’। গুজরাত টাইটান্সের থিম সং। যার মর্মার্থ, আ, দেখে জারা… নাইটদের স্বপ্নের নৌকায় ধাক্কা দিয়ে যা দেখিয়ে দিয়ে গেলেন হার্দিক পাণ্ড্যরা।