DC Vs SRH Preview: A Chance To Redeem The Season For Both Team As Punjab Kings Take On Sunrisers Hyderabad


নয়াদিল্লি: আজ, শনিবার, ২৯ এপ্রিল আইপিএলের ৪০তম ম্যাচে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ (Delhi Capitals vs Sunrisers Hyderabad)। চলতি আইপিএলে (IPL 2023) লিগ তালিকার বিচারে এই ম্যাচ লাস্টবয়দের লড়াই। উভয় দলই সাত ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় পেয়েছে। তালিকায় দিল্লি ক্যাপিটালস একেবারে শেষে দশ নম্বরে রয়েছে, আর একটু ভাল নেট রান রেট থাকায় তাঁদের ঠিক উপরেই নয়ে রয়েছে সানরাইজার্স। তাই দুই দলের কাছেই আইপিএলের প্লে-অফে পৌঁছনোর আশায় জিইয়ে রাখার জন্য আজকের ম্যাচে দুই পয়েন্ট সংগ্রহ করাটা গুরুত্বপূর্ণ।

সানরাইজার্সের বিরুদ্ধে ক্যাপিটালস নিজেদের শেষ চারটি ম্যাচই জিতেছে। কিন্তু ক্যাপিটালসের ঘরের মাঠে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। কোটলায় ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্সই শেষ পাঁচটি ম্যাচের চারটিতে জিতেছে। আবার পরিসংখ্যানগত দিক থেকে ক্যাপিটালস ও সানরাইজার্সই এখনও পর্যন্ত এ মরসুমে সবথেকে কম রান করা দুই দল। তাই প্রায় একই জায়গায় দাঁড়িয়ে থাকা দুই দলের মধ্যে এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকছে

।  

কবে খেলা

আজ ২৯ এপ্রিল, শনিবার দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে

কোথায় দেখবেন?

টিভিতে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে আইপিএলের এই ম্যাচটি দেখা যাবে

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের এই ম্যাচটি

আরও পড়ুন: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে ‘নিষিদ্ধ’ ঘোষণা গুগলের

গত সাক্ষাৎ

এ মরসুমে ইতিমধ্যেই দিন চারেক আগে একবার একে অপরের মুখোমুখি হয়েছে সানরাইজার্স ও ক্যাপিটালস। সেই ম্যাচে দিল্লির ১৪৪ রান তাড়া করতে গিয়েই হিমশিম খায় সানরাইজার্স।ময়ঙ্ক আগরওয়াল ৪৯ রানের ইনিংস খেললেও, ব্যাট হাতে ৩৪ রান করার পাশাপাশি বল হাতে দুই উইকেট নিয়ে দিল্লিকে জয় এনে দেন অক্ষর পটেল। সাত রানে পরাজিত হয় সানরাইজার্স।

ওয়াশিংটনের আইপিএল শেষ

এ মরসুমে দিল্লির বিরুদ্ধেই নিজের সেরা পারফরম্যান্সটি করেছিলেন সানরাইজার্সের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে যেতে হয়েছে সুন্দরকে। সানরাইজার্সের তরফে সুন্দরের ছিটকে যাওয়ার খবর সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: ম্যাচ সেরা হওয়ার দিনেই আঙুলে চোট পেয়ে লখনউয়ের চিন্তা বাড়ালেন স্টোইনিস