Haj Yatra: কলকাতা হয়ে হজযাত্রায় প্রায় ১৪ হাজার, আপ্য়ায়ণের সব ব্যবস্থা করছে সরকার

হজযাত্রার প্রস্তুতি একেবারে তুঙ্গে। কলকাতা হয় যারা হজ করতে যাচ্ছেন তাঁদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেটা সরকারি স্তর থেকে সবরকমভাবে নজর রাখা হচ্ছে। শনিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উপস্থিতিতে একাধিক দফতরকে নিয়ে বৈঠক হয়। সেখানে হজ কমিটির প্রতিনিধিরাও তাদের মতামত দিয়েছেন। তাদের জন্য হাসপাতালের বেড তৈরি রাখা, আপৎকালীন পরিস্থিতিতে সবরকম উদ্যোগ নেওয়া নিয়ে আলোচনা হয়েছে।

সূত্রের খবর, আগামী ২২ মে থেকে ৬ জুন রাজ্যে হজযাত্রা শুরু হচ্ছে। কলকাতা বিমানবন্দর হয়ে হাজার হাজার যাত্রী হজের দিকে রওনা দেবেন। শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, ভিন রাজ্যে থেকেও অনেকে কলকাতা বিমানবন্দর হয়ে হজযাত্রায় বের হন। ত্রিপুরা, মিজোরাম, অসম বাংলা সব মিলিয়ে অন্তত ১৪ হাজার হজযাত্রী এবার যেতে পারেন। তাদের ব্যবস্থাপনা ঠিক রাখাটা বড় চ্যালেঞ্জ।

এর সঙ্গেই হজযাত্রীদের জন্য এসি বাসের ব্যবস্থা করা হচ্ছে। পরিবহণ নিগমের সঙ্গে রাজ্য প্রশাসন এনিয়ে কথা বলেছে। এদিকে বিমান ধরার জন্য সাধারণত কিছুটা আগেই বিমানবন্দরে যেতে হয়। সেক্ষেত্রে তারা যাতে নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে যেতে পারেন সেব্যাপারে বলা হয়েছে। এজন্য সমস্ত পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার ব্যাপারে বলা হয়েছে।

এদিকে হজযাত্রীদের করোনার টিকা যথাযথ দেওয়া হয়েছে কি না সেটা দেখার কথাও বলা হয়েছে। তাদের স্বাস্থ্য পরিষেবা যাতে যথাযথ থাকে, আচমকা কোনও সমস্যা হলে তাদের বেড পেতে যাতে কোনও সমস্যা না হয় সেব্যাপারে নজর রাখার জন্য়ও বলা হয়েছে। একাধিক সরকারি হাসপাতালে সেকারণে অন্তত দুটি করে বেড বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।

সেই সঙ্গেই গরমের জেরে হজযাত্রীদের পানীয় জলের যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে কলকাতা পুরনিগম ও বিধাননগর পুরনিগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে হজযাত্রীদের আপ্যায়নের যাতে কোনও ত্রুটি না হয় সেটা দেখার জন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে।