IPL 2023 Orange Cap : Faf Du Plessis Leading Batters Run Race Subhman Gill Claims At Third Know Full List In Details


কলকাতা : প্রাক্তন সতীর্থদের ঘেরাটোপে সতর্ক শুরু। তারপর কার্যত পদে পদে পাল্টা প্রত্যাঘাত। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে পছন্দের ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ফের একবার দুরন্ত ব্যাটিং শুভমান গিলের (Subhman Gill)। ৩৫ বলে ৪৯ রানের জমাট ইনিংস খেলেন গুজরাত টাইটান্সের (Gujrat Titans) ওপেনার। তবে কেকেআরের বিরুদ্ধে মাত্র এক রানের জন্য শুধু অর্ধশতরানই ফসকালেন না শুভমান, সঙ্গে আপাতত হারালেন বিরাট কোহলিকে (Virat Kohli) টপকে কমলা টুপির দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগও।

কলকাতা ম্যাচের শেষে এই মুহূর্তে শুভমানের এবারের আইপিএলে (IPL 2023) সংগ্রহ দাঁড়াল ৩৩৩ রান। ৮ ম্যাচের শেষে একেবারে সমসংখ্যক রান বিরাট কোহলিরও। যদিও এবারের অভিযানের কোনও ম্যাচে ব্যক্তিগত স্কোর ও ইনিংস অ্যাভারেজে এগিয়ে থেকে কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বর স্থানটা ধরে রাখলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার। এবারের আইপিএলে ৫ টি হাফসেঞ্চুরি করেছেন কোহলি। স্ট্রাইক রেট ১৪২.৩০। কালকালীয়ভাবে শুধু রানই নয়, শুভমানের স্ট্রাইক রেটও কোহলির সঙ্গে একেবারে এক। যদিও এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৩ টি হাফ সেঞ্চুরি করেছেন শুভমন।

যদিও অরেঞ্জ ক্যাপ দখলের যে লড়াইয়ে বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন বিরাটের আরসিবি সতীর্থ ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। এবারের আইপিএলে যেন স্বপ্নের ফর্মে ডু প্লেসি। আইপিএলে ৮ ম্যাচে ৪২২ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৬০.২৯! রয়েছে ৫ টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? ৮৪ রান। অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর দখলেই।

আরও পড়ুন- ইডেনে কলকাতা বধ করে পয়েন্ট তালিকার মগডালে গুজরাত, কী দাঁড়াল ইপিএলের পয়েন্ট টেবিল ?

চার নম্বরে রয়েছে ডেভন কনওয়ে। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস ওপেন করে নিয়মিতভাবে ঝোড়ো ইনিংস খেলছেন। ৮ ম্যাচ খেলে ৩২২ রান করেছেন। ৪৬ গড়ে রান করেছেন। ৪টি হাফসেঞ্চুরি রয়েছে কনওয়ের। সর্বোচ্চ ৮৩ রান। পাঁচ নম্বরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। ৮ ম্যাচে ৩১৭ রান করেছেন সিএসকে তারকা। সর্বোচ্চ ৯২। ২টি হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১৪৯.৫২। অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছয় নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৮ ম্যাচে করেছেন ৩০৬ রান। হায়দরাবাদ ম্যাচে কোনও রান করতে পারেননি ওয়ার্নার।           

আরও পড়ুন: গুণের ‘খনি’, কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে