Nisith Pramanik: ফ্লপ শো অভিষেকের, এত টাকা আসছে কোথা থেকে? নবজোয়ার নিয়ে প্রশ্ন নিশীথ প্রামাণিকের

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিস্ফোরক কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নবজোয়ারকে ফ্লপ শো বলে উল্লেখ করেন তিনি। শনিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এর সঙ্গেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে মামলা থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন।

নিশীথ প্রামাণিক জানিয়েছেন, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা মামলার মতো চলবে। আমরা দেশের বিচার ব্যবস্থাকে সম্মান করি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তথ্য প্রমাণ, যার ভিত্তিতে মামলা চলে সেটা চলবে। ওনার পরিবর্তে খালি অন্য কাউকে আনা হয়েছে।

সুকন্যা মণ্ডল প্রসঙ্গে বলেন, সামনে আরও বড় সত্য সামনে আসবে। আব্দুল লতিফ প্রসঙ্গে তিনি বলেন, নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে সকলে সহায়তা করবেন এটাই আশা করা যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, একটা ইমম্যাচিওর পলিটিসিয়ান। তার সম্পর্কে বলবার কিছু নেই। প্রথম থেকেই ফ্লপ শো হচ্ছে। কোচবিহার থেকে দিনহাটা। মাথাভাঙায় তো হাতাহাতি হয়ে গেল।কোচবিহার জেলার বরিষ্ঠ কিছু নেতা মুখ চাপা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন। কয়েকজন পদদলিতও হয়েছেন। পুরো ফ্লপ শো। যখন যেখানে যাবে সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তৃণমূলের সংগঠনকে নষ্ট করে দেবে এর থেকে বেশি কিছু করতে পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রচুর পরিশ্রম করে সংগঠন তৈরি করেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্য়ায় প্যারাসুট থেকে নেমে নেতা হয়েছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ব্যবহার করে নেতা হয়েছেন। তিনি বুথের কর্মীর মনোভাব কতটা বুঝতে পারবেন। রাজার হালে এসি গাড়ি নিয়ে প্রত্যেক দিন কোটি কোটি টাকা ব্যয় করে এই কর্মসূচি পালন করছেন। সাধারণ মানুষ প্রশ্ন করছেন এই টাকা কোথা থেকে আসছে। বেকাররা হাহাকার করছেন আর অন্যদিকে এই অর্থ ব্যয় কতটা যুক্তিযুক্ত তা বাংলার মানুষ প্রশ্ন করছেন। ফ্লপ শো যেখান হবে সেখানেই তৃণমূলের সংগঠনে বিপর্যয় নেমে আসবে।

কালিয়াগঞ্জে রাজবংশীদের বেছে বেছে অত্য়াচার করছে পুলিশ। আগামীদিনে আমরা তার প্রতিবাদ করব। এনিয়ে কিছু বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দাবি নিশীথ প্রামাণিকের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup