South-Eastern Rail: কোনার কাছে ভেঙে গেল প্যান্টোগ্রাফ, ট্রেন চলাচল ব্যাহত হাওড়া-আমতা শাখায়

লোকাল ট্রেনের প্যান্টোগ্রাম ভেঙে পড়ায় ট্রেন চলাচল ব্যাহত হল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায়। বেশ খানিক ক্ষণ ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। 

রেল সূত্রে খবর, সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ একটি লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। কোনা স্টেশনের অদূরে হাওড়া-আমতা শাখায় এই ঘটনা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওভারহেডে। ওই শাখায় আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

(পড়তে পারেন। শুক্রবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ ট্রায়াল রান হতে চলেছে। কখন ও কোথায় দাঁড়াবে জেনে নিন বিস্তারিত?)

অফিস টাইমে এই বিপত্তি হওয়ায় সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী বলেন, ‘৯.৪৫ মিনিট নাগাদ একটি লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ।’ ঘটনাস্থলে রেল আধিকারিকরা পৌঁছে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এর আগে গত ৯ এপ্রিল হাওড়া-আমতা শাখার দানসি স্টেশনের কাছে লাইনের পাশে আগুন লেগে যায়। শুকনো ঘাস-অগাছায় আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এই ঘটনার জেরে ওই দিনও প্রায় এক দেড় ঘণ্টা বন্ধ থাকে রেল পরিষেবা।

(পড়তে পারেন: কয়েকদিন পর থেকেই গরমের ছুটি পড়ে যাবে। অনেকেই সেইসময় কাছেপিঠের মধ্যে দিঘা বা পুরীতে ঘুরে আসতে যান। সেই বিষয়টি বিবেচনা করে দুটি পুরীগামী স্পেশাল ট্রেন এবং দুটি দিঘাগামী স্পেশাল ট্রেন আরও বেশিদিন চালানোর সিদ্ধান্ত নিল রেল।)