Modi on Snake Comment: ‘আমি সাপ, কিন্তু…’, খাড়গের ‘বিষধর’ মন্তব্যে কর্ণাটক ভোটের আগে কন্নড়ভূম থেকে জবাব মোদীর

সদ্য কর্ণাটক বিধানসভা ভোটের পারদ চড়িয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপিকে তোপ দেগে ‘বিষধর সাপ’ এর তুলনা টেনে মন্তব্য করেন। বিজেপির দাবি ছিল, সেই মন্তব্যে খাড়গের টার্গেট ছিলেন নরেন্দ্র মোদী। এরপর খাড়গের সেই মন্তব্যে পাল্টা জবাব দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটি সাপ, ঠিক যেমন এশ্বর দেবের কাছে সাপ থাকে, তেমনই জনতা আমার এশ্বর দেব আর আমি তাঁর সাপ, যে কখনও জনতাকে ছেড়ে যায় না। ’

ঘটনাস্থল কর্ণাটক। সভা হচ্ছিল কোলারে। যে কোলারে ২০১৯ সালে কংগ্রেসের সভা থেকে মোদী পদবী নিয়ে মন্তব্য করে ফৌজদারি মানহানির মামলায় জড়িয়ে পড়েন রাহুল গান্ধী। যে মন্তব্যের জেরে রাহুল দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ হারিয়েছেন। সেই কোলারে মোদীর সভা ছিল রবিবার। সেই সভা থেকে এদিন তিনি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের জবাব দিলেন। কর্ণাটক বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী প্রচারের ঝড় তুললেন। উল্লেখ্য, মল্লিকার্জুন খাড়গের ‘বিষধর’ মন্তব্যের পাল্টা হিসাবে মোদী বলেন, ‘আমার সরকার দেশকে শক্তিশালী করতে কাজ করছে। দুর্নীতি মুছে দিচ্ছে, এর মূল মুছে দিচ্ছে। কংগ্রেসের সেটা পছন্দ নয়। তার বদলে তারা আমাকে বলছে বিষধর সাপ।’ এর সঙ্গেই মোদী বলেন, ‘আজ আমি একটা কথা বলছি। দেবতা এশ্বরের গলায় জড়িয়ে থাকে সাপ। এদেশের মানুষ আমার কাছে দেবতা এশ্বরতুল্য। আর আমি তাঁদের সাপ, যে তাঁদের সঙ্গে থাকে। কর্ণাটক এর জবাব কংগ্রেসকে দেবে ১৩ মে।  ’  

( ডারউইনের তত্ত্ব সত্যিই কি বাদ পড়েছে NCERTর পাঠ্যসূচি থেকে? সুভাষ সরকার যা বললেন)

প্রসঙ্গত, ১০ মে কর্ণাটকে ভোট। তার আগে প্রতিটি পার্টিই প্রচারে ঝড় তুলছে। যে মন্তব্যের প্রেক্ষিতে মোদী এদিন তোপ দাগেন কংগ্রেসের দিকে, সেই মন্তব্য এসেছিল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের তরফে। তিনি বলেছিলেন,’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিষধর সাপ। যদি বিষ চেখে দেখতে চান, কারণ আমি তাঁকে তুলনা করছি বিষধর সাপের সঙ্গে, তাহলে সতর্ক থাকুন আপনার মৃত্যু নিয়ে।’ এদিকে, রবিবারের সভা মঞ্চ থেকে মোদী বলেন, ‘ কংগ্রেস পার্টি হল ৮৫ শতাংশ কমিশন পার্টি, তাঁদের নিজেদের প্রধানমন্ত্রী সেকথা বলেছেন। তাঁরা চেষ্টা করছেন, কর্ণাটকে ক্ষমতায় আসতে, আর লুঠ চালাতে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup