Rohit Sharma IPL’s Most Successful Player Turns 36 Years Old, Look At His Journey


কলকাতা: আইপিএলের (IPL) সর্বকালের সফলতম অধিনায়ক তিনি। অধিনায়ক হিসাব পাঁচবারসহ মোট ছ’বার আইপিএল জেতার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। সেই রোহিত শর্মাই (Rohit Sharma) আজ ৩৬-এ পা দিলেন। আজই আবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (MI vs RR) মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্য়াচটি পল্টন অধিনায়কের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বার্থডে বয় রোহিত দিনকয়েক কয়েক আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবেও এক দশক পূর্ণ করেছেন।

এই উপলক্ষ্যে রবিবারের ম্যাচটি দলের অধিনায়ককে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই সিদ্ধান্তের কথা সরকারিভাবে ঘোষণা পল্টন কর্তৃপক্ষ। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগেই রোহিত বন্দনায় মুম্বই কোচ মার্ক বাউচার। রোহিতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাউচার বলেন, ‘ও দারুণ ব্যাটার। আমি বরাবরই রোহিতের খেলা খুব পছন্দ করি। অল্প কয়েকদিন হলেও,  ওর সঙ্গে ক্রিকেটটা খেলেছি। ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে ওর উন্নতিটা নিজের চোখে দেখেছি। তাই ওর জন্য আমি খুব খুশি। রবিবার রোহিতের জন্মদিনও, তাই স্বাভাবিকভাবেই দিনটা ওর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।’ 

আইপিএল টুর্নামেন্ট শুরুর প্রথম তিন মরসুম হায়দরাবাদের ডেকান চাজার্সের হয়েই খেলতেন রোহিত। সেই ফ্র্যাঞ্চাইজির হয়েও একবার ২০০৯ সালে আইপিএল জেতেন ‘হিটম্যান’। ধারাবাহিকভাবে পারফর্ম করে সকলেরই নজর কাড়েন রোহিত। ডেকান চার্জাসের হয়ে তিন মরসুমে তিনি যথাক্রমে ৪০৪, ৩৬২ ও ৪০৪ রান করেন। তবে ২০১১ মরসুমে ডেকান চার্জাস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন তিনি। এরপরই ব্যাটার রোহিতের নেতা রোহিত হয়ে উঠার পথ চলা শুরু।

প্রথম দুই মরসুম মুম্বইয়ের হয়ে কেবল ব্যাটারের ভূমিকায় খেলতে দেখা যায় তাঁকে। কিন্তু ২০১৩ সালের ২৪ এপ্রিল হতাশাজনকভাবে মরসুম শুরুর পর তৎকালীন অধিনায়ক রিকি পন্টিং তরুণ রোহিত শর্মার হাতে দলের নেতৃত্বের দায়ভার তুলে দেন। তারপর থেকেই ইতিহাস গড়ার পালা শুরু। ওই মরসুমেই মুম্বইকে প্রথমবার আইপিএল ট্রফি জেতান রোহিত। তারপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে রোহিতের নেতৃত্বেই আরও চারটি আইপিএল খেতাব জেতে মুম্বই। তাঁর অধীনে পল্টনদের চ্যাম্পিয়ন্স লিগ

েতার কৃতিত্বও রয়েছে। 

অধিনায়ক হিসাবে তো বটেই, ব্যাটার হিসাবেও রোহিত আইপিএলের সর্বকালের অন্যতম সেরা। তাঁর পরিসংখ্যানই তা প্রমাণ করে দেয়। গত মরসুমটা রোহিতের জন্য ভীষণই হতাশাজনক কেটেছিল। তিনি ১৯.১৪ গড়ে ও ১২০.১৮ স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে ২৬৮ রান করেছিলেন। কিন্তু আইপিএলের ১৬টি মরসুম মিলিয়ে তাঁর গড় অনেকটাই বেশি, ৩০.১৫। রোহিত মোট ৬০৬০ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩০.০৪। আইপিএলে একটি শতরান ও ৪১ টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি।

এ মরসুমেও রোহিত ধারাবাহিকতার অভাবে ভুগছেন। সাত ম্যাচে একটি অর্ধশতরানসহ মোট ১৮১ রান করেছেন মুম্বইয়ের তারকা ওপেনার। তাঁর ব্যাটিং ব্যর্থতার প্রভাব সরাসরিভাবে মুম্বইয়ের পারফরম্যান্সেও পড়ছে। সাতটির মধ্যে তিনটি ম্যাচ জিতে আপাতত লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে রোহিতের দল। টানা তিন ম্যাচ জয়ের পর গত ম্যাচ হেরেছে মুম্বই। তাই প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচটি মুম্বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে রোহিত ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন কি না, এখন সেটাই দেখার। 

আরও পড়ুন: লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি