Suvendu Adhikari on Abhishek Banerjee: হরিদাস পাল বন্দ্যোপাধ্যায়ের সভাকে গুরুত্ব দিচ্ছি না: শুভেন্দু অধিকারী

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার ‘হরিদাস পাল’ বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকরী। রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন করেন, তৃণমূলের দলীয় ভোটে যে পুলিশ মোতায়েন হচ্ছে তার খরচ দেবে কে?

এদিন শুভেন্দুবাবুকে বলতে শোনা যায়, ‘আমি ওই কর্মসূচিকে (তৃণমূলের নব জোয়ার) গুরুত্ব দিচ্ছি না। হরিদাস পাল বন্দ্যোপাধ্যায়। পিসি ছাড়া জিরো। দু’হাজার পুলিশ নিয়ে বেড়ায়। কোটি টাকার বাস। এর আগে বলেছিল না অমিত শাহ জি নাটক করতে খেতে যায়। কালকে কী করছিল? কয়লা – বালি খাচ্ছিল’?

তিনি বলেন, ‘আমি সোমবার ডিজিপিকে চিঠি দেব। জানতে চাইব, পার্টির ভোটে যে পুলিশ মোতায়েন করেছেন তাতে কত টাকা ট্রেজারিতে তৃণমূল দিয়েছে? গোটা রাজ্য থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে পিসি ভাইপোকে সেবা দেওয়া হচ্ছে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? এক মাসে বর্ধমানে তিনটে নৃশংস খুন হয়েছে’।

বলে রাখি, সাত দিনের উত্তরবঙ্গ সফরে একের পর এক সভা করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার সঙ্গে পঞ্চায়েতে প্রার্থী বাছাই করতে বিভিন্ন জায়গায় দলের তরফে ভোটগ্রহণের আয়োজন করা হচ্ছে। এই সব সভায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে। সঙ্গে অভিষেকের সভার খরচ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।