দল হারলেও সেঞ্চুরিতে নতুন ইতিহাস রাজস্থান ওপেনারের

গতকাল বৃথা গেছে জশ্বসী জয়সওয়ালের বিস্ফোরক সেঞ্চুরি। রাজস্থান ওপেনার ৬২ বলে ১২৪ রানের ইনিংস খেললেও মুম্বাইয়ের বিপক্ষে হার দেখেছে তার দল। পরাজয়ের দিনে দুটি প্রা্প্তি তাকে তৃপ্তি দিতে পারে। ম্যাচসেরা হওয়ার পাশাপাশি আইপিএলে ইতিহাস গড়েছেন তিনি। ভারতীয় দলের অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নজির গড়েছেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়সওয়ালের ১৬ চার ও ৮ ছক্কার ইনিংসে রাজস্থান ৭ উইকেটে ২১২ রান দাঁড় করায়। তার পর সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরি ও টিম ডেভিডের শেষ ওভারের বীরত্বে ৬ উইকেটের জয় পেয়েছে মুম্বাই।

জয়সওয়ালের ১২৪ রানের ইনিংসের ইনিংসটির স্ট্রাইক রেট ছিল ২০০! তার আগে ভারতের অনভিষিক্ত কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল পল ভলথাতির। পাঞ্জাবের হয়ে অপরাজিত ১২০* রান করেছিলেন ২০১১ সালে। প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস।

সেঞ্চুরিতে আরও একটি নজির তৈরি করেছেন রাজস্থান ওপেনার। আইপিএল ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেয়েছেন। জসওয়ালের বয়স ২১ বছর ১২৩ দিন। আইপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে চূড়ায় আছেন মনিশ পান্ডে। ২০০৯ সালে ১৯ বছর ২৫৩ দিনে বেঙ্গালুরুর বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।