Accident: কিশোরের চারচাকা চালানো শিখতে গিয়ে পথ দুর্ঘটনা! গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ৫

ব্যস্ত রাস্তায় চারচাকা গাড়ি শিখছিল কিশোর। যার জেরে একের পর এক যানবাহনে ধাক্কা দিয়ে দেয় তার গাড়ি। ঘটনায় এক ১২ বছরের কিশোরের মৃত্যু হয়েছে। আরও ৫ জন ঘটনায় আহত হয়েছেন। জানা গিয়েছে, কিশোরের গাড়ি সোজা গিয়ে একটি অটো রিক্সাতে ধাক্কা দেয়। 

ঘটনা উত্তর প্রদেশের কানপুরের। কানপুরের নবাবগঞ্জে সোমবার সকালে এক গাড়ির ধাক্কায় পর পর যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক নাবালকের। আহত হয়েছে ৫ জন। জানা গিয়েছে, সকালে গাড়ি নিয়ে শিখতে বেরিয়েছিল ওই কিশোর। তারপরই সামলাতে না পেরে সে একটি অটো রিক্সাতে ধাক্কা দিয়ে বসে। ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। 

( বাড়ির বেল বাজিয়ে পালাচ্ছিল ৩ কিশোর, ইয়ার্কিতে বিরক্ত গৃহকর্তা ঘটালেন হত্য়াকাণ্ড)

( খুব কম তেলে চপ, পকোড়া ভাজতে চান? এই পদ্ধতিতে করুন কেল্লা ফতে! রইল টিপস)

এদিকে, উত্তর প্রদেশের কানপুরে ছাড়াও রাজস্থানের হনুমানগড়ে আরও এক জায়গায় হয়েছে দুর্ঘটনা। হনুমানগড়ের ওই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। সেখানে দুটি গাড়ি রাস্তা থেকে পড়ে গিয়ে গাছে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে যায়। রবিবারের সেই দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ঘটনায় মৃতরা যাচ্ছিল গোগামেদি মন্দিরের দিকে। রাতের অন্ধকারে একটি কার্ভকে দেখতে পাননি চালক। তার জেরেই ওই দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা রাজস্থানের ভিরনি পুলিশ স্টেশনের আওতায় ঘটে যায়। জানা গিয়েছে, মৃতরা সকলেই হরিয়ানার বাসিন্দা। তাঁরা সেখান থেকেই গোগামেদি মন্দিরের দিকে যাচ্ছিলেন। যে দুটি গাড়ি এই দুর্ঘটনার শিকার হয়েছে, সেই গাড়িগুলি খুব উচ্চ গতি নিয়ে রওনা হয়েছিল। তার জেরেই এই দুর্ঘটনা রাজস্থানে ঘটেছে বলে জানা গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup