Calcutta HC New Chief Justice: সামলেছেন DA, রামনবমী মামলা- হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি শিবজ্ঞানম

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা ছিল। সেই অনুমোদন এসে গেল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। যিনি মাসখানেক ধরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার থেকে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন।

সোমবার রাতের দিকে টুইটারে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু একটি বিবৃতি পোস্ট করেন। ওই বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় সংবিধানের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে শলা-পরামর্শের ভিত্তিতে বিচারপতি টি এস শিবজ্ঞানমকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন ভারতের রাষ্ট্রপতি। যিনি কলকাতা হাইকোর্টের সবথেকে সিনিয়র বিচারপতি।’ সেইসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘কলকতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ায় বিচারপতি টি এস শিবজ্ঞানমকে শুভেচ্ছা জানাচ্ছি।’

১৯৮৬ সালের ১৬ সেপ্টেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন বিচারপতি শিবজ্ঞানম। ১৯৮৬ সালের ১০ সেপ্টেম্বর তামিলনাড়ুর বার কাউন্সিলে নথিভুক্ত হন। ২০০৯ সলের ৩১ মার্চ মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনার বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিল। দু’বছরের মাথায় ২০১১ সালের ২৯ মার্চ স্থায়ী বিচারপতি পদে আসীন হয়েছিলেন। মাদ্রাজ হাইকোর্টের কম্পিউটার কমিটির চেয়ারম্যানও ছিলেন। তারপর ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেছিলেন। এবার বিচারপতি শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। আগামী ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি অবসরগ্রহণ করবেন।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হিসেবে এক মাসের কার্যকালে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন বিচারপতি শিবজ্ঞানম। রামনবমীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেন তিনি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) সংক্রান্ত মামলাও সামলেছেন। ডিএ জট কাটাতে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসার নির্দেশ দেন।