IPL 2023 Orange Cap: Yashasvi Jaiswal Surpasses Faf Du Plessis, Virat Kohli Also In Race For The Highest Run Scorer


কলকাতা: দলকে জেতাতে পারেননি। তবে রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর ঐতিহাসিক ইনিংস সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ইনিংস ওপেন করতে নেমে ৬২ বলে ১২৪। স্ট্রাইক রেট ২০০। এবারের আইপিএলে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রাজস্থান রয়্যালসের ব্যাটার অরেঞ্জ ক্যাপও (Orange Cap) ছিনিয়ে নিলেন ফাফ ডুপ্লেসির থেকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। শাকিব আল হাসানের মতো তারকারা অনেক সময়ই বলেছেন যে, ভারতে আইপিএল খেলে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের উন্নতিতে সাহায্য করেছে।

জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।

ষোড়শ আইপিএলে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছ

সবচেয়ে বেশি রানের নজির?

ষোড়শ আইপিএলে দুরন্ত ছন্দে যশস্বী। মুম্বইয়ের ক্রিকেটার ৯ ম্যাচে করেছেন ৩২৮ রান। সেঞ্চুরি একটি। হাফসেঞ্চুরি তিনটি। ১৬০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে রান করছেন। তাঁর জন্যই রাজস্থান রয়্যালসের টপ অর্ডারকে বিপজ্জনক দেখাচ্ছে। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী আপাতত যশস্বীই।

এবারের আইপিএলে যেন স্বপ্নের ফর্মে ডুপ্লেসি। আইপিএলে ৮ ম্যাচে ৪২২ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৬০.২৯! রয়েছে ৫টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? ৮৪ রান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুইয়ে রয়েছেন তিনি।

তিন নম্বরে রয়েছে ডেভন কনওয়ে। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস ওপেন করে নিয়মিতভাবে ঝোড়ো ইনিংস খেলছেন। ৯ ম্যাচ খেলে ৪১৪ রান করেছেন। ৫৯.১৪ গড়ে রান করেছেন। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে কনওয়ের। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান।

চার নম্বরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। ৯ ম্যাচে ৩৫৪ রান করেছেন সিএসকে তারকা। সর্বোচ্চ ৯২। ২টি হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১৪৫.৬৭।

আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ওয়াংখেড়েতে মুম্বইয়ের জয়, ধোনিদের হার, আইপিএলের সেরা খবরের একঝলক

তালিকায় পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি। ৮ ম্যাচে ৩৩৩ রান কোহলির। কেকেআরের বিরুদ্ধে দলকে জেতাতে না পারলেও লড়াকু হাফসেঞ্চুরি করেছেন কিংগ কোহলি। ৫টি হাফসেঞ্চুরি করেছেন কোহলি। স্ট্রাইক রেট ১৪২.৩০।

শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সেরা ব্যাটারের শিরোপা?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?