Penumbral lunar eclipse: মে’র গোড়াতেই পেনামব্রাল চন্দ্রগ্ৰহণ! কেন এই গ্রহণ একেবারে আলাদা, কীভাবে দেখবেন

মহাকাশের বিভিন্ন ঘটনা রীতিমতো নজর কাড়ার মতোই। তেমনই বিভিন্ন ঘটনার মধ্যে অন্যতম আকর্ষণ হল চন্দ্রগ্ৰহণ ও সূর্যগ্রহণ। এই দুই গ্রহণ দেখতে অপেক্ষা করেন তাবৎ বিশ্ববাসী‌। আগামী ৫ মে-ও দেখা যাবে একটি চন্দ্রগ্রহণ। তবে এই গ্ৰহণ নানা কারণে বছরের সেরা আকর্ষণ হয়ে উঠতে চলেছে। কেন? কারণ বিজ্ঞানীদের পরিভাষায় এটি পেনাম্ব্রাল চন্দ্রগ্ৰহণ। পূর্ণ বা আংশিক চন্দ্রগ্রহণের তুলনায় যা একেবারেই আলাদা। কেন আলাদা তারও একটি বিশেষ কারণ রয়েছে। রয়েছে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। চাঁদ, পৃথিবী ও সূর্যের কক্ষপথের আকৃতির জন্যই এই গ্ৰহণ অন্যরকম হতে চলেছে।

আরও পড়ুন: রক্তাল্পতা হলে এই ৫ খাবারই সেরা! আপনার রোজকার খাদ্যতালিকায় আছে কি না দেখুন তো

আরও পড়ুন: আটা মেখে রাখলে কালো হয়ে যায়? এই কাজটি করলেই অনেক দিন ভালো থাকবে

পেনাম্ব্রাল চন্দ্রগ্ৰহণ কীভাবে হবে?

বিজ্ঞানীদের কথায়, পৃথিবী, সূর্য ও চাঁদের কক্ষপথ একই তলে নেই। আর সে কারণেই একেক সময়ে একেক অবস্থায় তৈরি হয় গ্ৰহণের বিশেষ ক্ষণ। পৃথিবীর উপর সূর্যের আলো পড়ছে। এর ফলে পৃথিবীর সূর্যের মুখোমুখি দিক আলোকিত ও পিছনের দিকটি অন্ধকার থাকে। তবে এই অন্ধকারের দুটি ভাগ রয়েছে। একটি ভাগ গাঢ় অন্ধকার বা ছায়া, আর অন্য ভাগটি কম গাঢ়‌ বা উপচ্ছায়া। পৃথিবীর ঠিক পিছনে আড়াআড়ি রেখায় থাকে গাঢ় অন্ধকার। সেই গাঢ় অন্ধকারের দুই ধার (বর্ডার) বরাবর থাকে উপচ্ছায়ার অন্ধকার। এবারে গ্ৰহণের সময় সেই উপচ্ছায়া এলাকায় চাঁদ থাকলেই তাকে বলা হয় পেনাম্ব্রাল চন্দ্রগ্ৰহণ।

গাঢ় অন্ধকারের দুই ধার (বর্ডার) বরাবর থাকে উপচ্ছায়ার অন্ধকার

(NASA)

কেমন দেখাবে চাঁদকে?

বিজ্ঞানীদের কথায় পেনাম্ব্রাল চন্দ্রগ্ৰহণে চাঁদ পুরো বা কিছুটা অংশ উধাও হয়ে যাবে তা কিন্তু নয়। বরং চাঁদের গোটাটাই দেখা যাবে দিব্যি। শুধু যতটা উজ্জ্বল দেখানোর কথা, ততটা উজ্জ্বলভাবে দেখা যাবে না চাঁদকে। পৃথিবীর উপচ্ছায়ার জন্য কম উজ্জ্বল হবে এই গ্ৰহণে।

কখন দেখা যাবে?

ভারতে ৫ মে রাত ৮:৪৪ মিনিট থেকে দেখা যাবে এই গ্ৰহণ। রাত ১ টা পর্যন্ত চলবে গ্ৰহণের দশা। মোট ৪ ঘন্টা ১৬ মিনিট চলবে পেনাম্ব্রাল চন্দ্রগ্ৰহণ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup