Snake Venom: বাংলার সীমান্ত থেকে ১৩ কোটির সাপের বিষ বাজেয়াপ্ত করল বিএসএফ, কাচের জারে লেখা…

ফের উত্তরবঙ্গ থেকে বাজেয়াপ্ত করা হল বিপুল অঙ্কের সাপের বিষ। দক্ষিণ দিনাজপুরের হিলির গয়েশপুর বিওপির পাহানপাড়া সীমান্ত থেকে উদ্ধার করা হল বিপুল পরিমাণ সাপের বিষ। সেই একই কায়দায় কাঁচের জারের মধ্যে ছিল ওই সাপের বিষ। সেই সাপের বিষ বাজেয়াপ্ত করেছে বিএসএফ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই বিষ বাংলাদেশে পাচার করার ছক কষা হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে এই বিষের মূল্য প্রায় ১৩ কোটি।

ঠিক কীভাবে এত বড় পাচারচক্রের পর্দাফাঁস করা হল? সূ্ত্রের খবর, রবিবার রাতেও সীমান্ত এলাকায় পাহারায় ছিল বিএসএফ। এদিকে বাংলাদেশ সীমান্তের দিক থেকে দুজন সন্দেহভাজনকে এগিয়ে আসতে দেখে সন্দেহ হয় বিএসএফের। তারা চ্যালেঞ্জ করে। এরপরই তারা পালিয়ে যায় বাংলাদেশের দিকে। অন্ধকারের মধ্যে তারা কার্যত মিলিয়ে যায়। তাদের ধরতে বাহিনী সবরকম চেষ্টা চালায়। শেষ পর্যন্ত তাদের নাগাল পাওয়া যায়নি। তবে তাদের ফেলে যাওয়া সামগ্রী উদ্ধার করে বিএসএফ। সেখানেই দেখা যায় একটা জার রয়েছে। সেই জারের মধ্য়ে ছিল সেই বহুমূল্য সাপের বিষ।

 

এদিকে এর আগেও উত্তরবঙ্গ থেকে সাপের বিষ উদ্ধার করা হয়েছিল। ফের পাওয়া গেল সাপের বিষ। সেই জারের উপর লেখা ছিল মেড ইন ফ্রান্স। তবে কি ফ্রান্স থেকে ঘুরপথে এই বিষ এই দেশে পাচার করার ছক কষা হয়েছিল? অনেক সময় এই বিষ নেপাল হয়ে চিনে পাচার করার ছক কষা হয়। সবটাই খতিয়ে দেখছে বিএসএফ।

আপাতত জারটি বনদফতরের কাছে পাঠানো হয়েছে। তারা এই তরল দ্রব্যটি পরীক্ষা করে দেখবে। আদপে এটি সাপের বিষ কি না সেটাও দেখা হবে। তবে সূত্রের খবর, পাচারকারীদের ধরার জন্য় এক রাউন্ড গুলি চালানো হয়েছিল। কিন্তু তাতে হতাহতের কোনও খবর নেই।

এদিকে দক্ষিণ দিনাজপুরের পাচারের স্বর্গরাজ্য বলেই পরিচিত। সুপারি থেকে ইলিশ মাছ সবই পাচার করার অভিযোগ ওঠে এই সীমান্ত পথে। তবে এবার একেবারে বহুমূল্য সাপের বিষ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ভারতে কাদের হাতে এই সাপের বিষ পৌঁছে দিতে চাইছিল পাচারকারীরা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রায়২.০১০ কেজি সাপের বিষ ছিল বলে জানা গিয়েছে। বিএসএফ অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই সাপের বিষ বাজেয়াপ্ত করেছে। এককথায় বিরাট সাফল্য বিএসএফের।