South 24 Parganas Incident: গরমে স্নান করতে পুকুরে নেমেছিল দুই ভাই, কালীতলায় তলিয়ে যেতেই শোকের ছায়া

জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম কমেনি। আর এই গরম থেকে রেহাই পেতে পুকুরে স্নানে নেমেছিল দুই ভাই। কিন্তু সেই স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর। আজ, রবিবার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এই দুই কিশোর সম্পর্কে তারা মাসতুতো ও পিসতুতো ভাই। এদিন দু’জনেরই নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কালীতলা–আশুতি থানার জগন্নাথপুরের গোষ্ঠতলায়।

ঠিক কী ঘটেছে দুই কিশোরের?‌ স্থানীয় সূত্রে খবর, আজ রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কালিতলা–আশুতি থানার জগন্নাথপুরের গোষ্ঠতলার পুকুরে স্নান করতে নেমেছিল দুই কিশোর। এরা সম্পর্কে দুই ভাই। গরমে আরাম পেতে দুই ভাই মিলে একটি পুকুরে স্নানে নামে। কিন্তু পুকুরটি খুব গভীর ছিল। সেটা দুই ভাই জানত না। তাই স্নান করতে গিয়ে খেয়াল না থাকায় আচমকাই তলিয়ে যায় দুই ভাই। তখন এই ঘটনা দেখে স্থানীয় এক মহিলা চিৎকার শুরু করেন। তার জেরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করতে জলে নামেন। কিন্তু বাঁচানো যায়নি।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরদের নাম শীতল ধানুকা ওরফে বাবু (১৫) এবং তার মামাতো ভাই শুভদীপ বড়ুয়া (১৬)। দু’‌জনেই এই এলাকায় থাকে। আজ, রবিবার তারা স্নান করতে নিকটবর্তী পুকুরে নামে। তখন সেখানে নেমে তারা খেলা করছিল। আর অসাবধানতায় তাদের পা পিছলে গিয়ে তলিয়ে যায় তারা। দুই ভাইয়ের দেহ উদ্ধার করা হয়েছে। আর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের বয়ান নেওয়া হচ্ছে। বাড়িতে বলেই পুকুরে তারা স্নান করতে এসেছিল।

আর কী জানা যাচ্ছে?‌ এই দু’‌জন ভাইকে তলিয়ে যেতে দেখে স্থানীয় মহিলা চিৎকার করেন। তার জেরে অন্যান্যরা ছুটে আসেন এবং জলে নেমে পড়েন। কিন্তু দু’জনকে জল থেকে উদ্ধার করতে বেশি সময় লেগে যায়। পুকুর থেকে দুই কিশোরকে উদ্ধার করে দেখা যায় তাদের দেহে প্রাণ নেই। তবুও দ্রুত দু’জনকেই বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই কিশোরের পরিবার শোকে কার্যত পাথর হয়ে গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup