ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশ প্রতিরক্ষা জোরদারে উদ্যোগী ইউক্রেন

সম্প্রতি রাশিয়ার দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে উদ্যোগী হয়েছে ইউক্রেন। সোমবার (১ মে) রাতের ভিডিওবার্তায় এমন পদক্ষেপের কথা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘যত দ্রুত সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে আমরা অংশীদারদের সঙ্গে কাজ করছি।’

গত সপ্তাহের লাগাতার দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় বহু সংখ্যক ইউক্রেনীয় নাগরিকের মৃত্যুর কথা এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ইউক্রেনের পাল্টা হামলা দমাতে এবং দখলকৃত অঞ্চলগুলোকে দখলে রাখতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।

এবার ইউক্রেনের সামরিক শিল্প কারখানাগুলোকে লক্ষ্য করে করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক সরঞ্জাম উৎপাদন কারখানা সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা।

সোমবার রাতের ভিডিও বার্তায় এর জবাবে জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যবশত আপনারা (রাশিয়া) সবগুলো কারখানা ধ্বংস করতে পারেননি।’  

যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা মিত্রদের সহায়তায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে মনোযোগী ছিল ইউক্রেন। গত মাসেই প্রায় ২০০ কোটি ডলার মূল্যের মার্কিন অস্ত্র পাওয়া শুরু করে কিয়েভ। এর মধ্যে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম। 

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল