দিল্লির আদালতে গুলি চালানো গ্যাংস্টার তিহার জেলে খুন

ভারতের দিল্লির রোহিনী আদালতে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া প্রতিদ্বন্দ্বীর হাতে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে বিপক্ষের গ্যাংস্টার ও সহযোগীরা লোহার রড নিয়ে হামলা চালায় তিল্লুর ওপর। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, রক্তাক্ত অবস্থায় তিল্লুকে উদ্ধার করে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যায় জেল সংশ্লিষ্টরা। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরই তিহার জেলের অন্যান্য বন্দিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। হামলায় রোহিত নামের আরও এক বন্দি আহত হলেও এখন শঙ্কামুক্ত।

তিল্লুর ৯ নম্বর সেলে হামলা চালায় যোগেশ টুন্ডা ও তার সহযোগীরা। লোহার গ্রিল টপকে রড দিয়ে তিলুর হামলা চালানো হয়।

২০২১ সালে রোহিনী আদালতে গ্যাংস্টার জিতেন্দ্র যোগীর ওপরে গুলি চালানোর অভিযোগ ওঠে গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল মানের বিরুদ্ধে। গুলিতে যোগীর মৃত্যু হয়। ওই ঘটনার বদলা নিতে সহযোগীরা পরিকল্পিভাবে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।