প্রবল আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে USA! টানে ডুবতে পারে গোটা বিশ্ব

বিশ্ব সম্ভবত এক বিশাল অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে চলেছে। আর তাতে বেশ অনুঘটক হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনের মতে, ঋণের সীমা শীঘ্রই বাড়ানো না হলে মার্কিন ফেডারেল সরকারের পক্ষে এই বছরের জুনের মধ্যে টাকা পরিশোধের জন্য অর্থাভাব দেখা দিতে পারে। আরও পড়ুন: ‘পাকিস্তানের থেকে ভারতের মুসলিমরা ভালো আছেন’, পশ্চিমীদের চোখ খুলতে বোঝালেন নির্মলা

‘বর্তমান অনুমানগুলির পরিপ্রেক্ষিতে, কংগ্রেসকে খুব দ্রুত ঋণের সীমা বৃদ্ধি বা স্থগিত করতে হবে। সরকার যাতে তার অর্থ প্রদান অব্যাহত রাখতে পারে তা নিশ্চিত করার জন্য এটি প্রয়োজন,’ এমনটাই জানালেন ইয়েলেন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থিকে একটি চিঠিতে লিখেছেন জ্যানেট ইয়েলেন।

সমীক্ষায় অনুমান করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এক বড়সড় ঋণখেলাপির দিকে এগিয়ে যাচ্ছে। আর তার প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বিপুল প্রভাব পড়তে পারে।

এর পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন সঙ্কট মোকাবিলার উদ্দেশ্যে চার শীর্ষ কংগ্রেস সদস্যকে ৯ মে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

জো বাইডেন রিপাবলিকান হাউস স্পিকার কেভিন ম্যাককার্থি, হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস, সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলকে আমন্ত্রণ জানিয়েছেন।

হাউস রিপাবলিকানরা যদিও ঋণের সীমা বাড়ানোর বিরুদ্ধে। তাঁদের মতে, এর বদলে বিপুল হারে ব্যয় করা বন্ধ করতে হবে। এছাড়া অন্যান্য নীতিতেও পরিবর্তনের দাবি করছেন তাঁরা।

এর আগে ২০১১ সালে ঠিক এই একইরকম সঙ্কটে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

আগামী কয়েক বছর ধরেই এই ঋণ নিয়ে মার্কিন মুলুকে টানাটানির সংসার চলতে থাকবে। সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্য বিমার মতো সুবিধা দিতে গিয়েই মার্কিন মুলুকে সবচেয়ে বেশি খরচ হয়। গড় জনসংখ্যার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই খরচ তুমুল হারে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে কার্যত বেশ চাপের মধ্যে জো বাইডেন। এদিকে আগামী বছর, ২০২৪ সালেই তিনি পুনঃনির্বাচন চাইছেন। নির্বাচনে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে হাতিয়ার করে বিরোধিতায় নামতে পারে হাউস রিপাবলিকানরা। আরও পড়ুন: দেনার দায়ে ডুবে থাকা বিশ্বের ১৫টি দেশের মধ্যে আছে পাকিস্তান! একেবারে হাল খারাপ

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup