‘বিজেপি আর অটলজির সময়ের মতো নেই,’ পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে বললেন হেভিওয়েট আদিবাসী নেতা

ভোটের আগে ছত্তিশগড়ের রাজনীতিতে বড়সড় ঝড় তুলে আদিবাসী নেতা নন্দকুমার সাই বিজেপি ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। উল্লেখ্য, ছত্তিশগড়ে কংগ্রেস এই মুহূর্তে শাসকদল। আর কিছুদিন বাদেই রয়েছে ভোট। প্রসঙ্গত, ২০২৩ সালে বিধানসভা ভোটের ময়দানে নামতে চলেছে ছত্তিশগড়। তার আগে আদিবাসী নেতার এই দল পরিবর্তন ভোটব্যাঙ্কে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

২০২৩ সালের শেষের দিকে রয়েছে ছত্তিশগড়ে ভোট। তার আগে, সমস্ত পার্টিই নিজের শিবির জোরালো করছে। এদিকে, ছত্তিশগড়ের রাজনীতিতে মসনদে নিজের দাপট ধরে রাখার পথে এগোতে চাইছে কংগ্রেস। অন্যদিকে, আরও একটি রাজ্যে গদি দখলের রাজনৈতিক লড়াইতে রয়েছে বিজেপি। এরই মাঝে ছত্তিশগড়ে আদিবাসী ভোটব্যাঙ্ক বেশ তাৎপর্যপূর্ণ বিষয় ভোট রাজনীতির ক্ষেত্রে। সেই জায়গা থেকে নন্দকুমার সাইয়ের কংগ্রেসে যোগদান বড় ঘটনা। নন্দকুমার কেন বিজেপি ছাড়লেন, সেই প্রশ্ন করায় তিনি বলেন, ‘বিজেপি আর আগের মতো নেই, যা অটলজি আর আদবানীজির সময়ে ছিল’। নন্দকুমার জানান, তাঁর বিরুদ্ধে পার্টিরই কিছু নেতারা ষড়যন্ত্র করছেন। তাই সদ্য রবিবার তিনি ছত্তিশগড়ে বিজেপি প্রধান অরুণ রাওয়ের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়ে এসেছেন। নন্দকুমারের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ দায়ের করা হচ্ছিল বলেও সুর চড়া করেন নন্দকুমার।

( রাতের দিল্লিতে বিভীষিকা! বোনেটের ওপর ঝুললেন ব্যক্তি, ৩ কি.মি ছুটল গাড়ি)

উল্লেখ্য, ৭৭ বছর বয়সী নন্দকুমার ৩ বার এলাকা থেকে সাংসদ ও তিন বারের বিধায়ক। এককালে ছত্তিশগড় ও অবিভক্ত মধ্যপ্রদেশে তিনি ছিলেন রাজ্য বিজেপির প্রধান। উল্লেখ্য, আদিবাসী অধ্যুষিত সুরগুজা এলাকায় নন্দকুমারের ব্যাপক দাপট রয়েছে। উল্লেখ্য, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজ্যে কংগ্রেস প্রধান মোহন মারকমের উপস্থিতিতে তিনি এই যোগদান করেন। ছত্তিশগড়ে কংগ্রেস পার্টির হেডকোয়ার্টারে এই যোগদান হয়। ছত্তিশগড়ে রাজীব ভবনে এই যোগদান পর্ব চলে। তিনি বলেন, জনসংঘের সময় থেকে তিনি ছিলেন বিজেপিতে। তবে পরে সময় পাল্টেছে। নন্দকুমার বলছেন, ‘এই দল আগে যেরকম ছিল, অটলজি আদবানিজির সময়ে, সেরকম আর নেই। পরিস্থিতি বদলে গিয়েছে।’

 এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup