Death Penalty: কম যন্ত্রণাদায়ক পন্থায় কি মৃত্যুদণ্ড সম্ভব! প্রশ্ন সামনে রেখে বিশেষজ্ঞ কমিটি গড়ার ভাবনায় কেন্দ্র

মৃত্যুদণ্ডের সাজায় মরণ যন্ত্রণা যাতে কম করা যায়, সে বিষয়টি পর্যালোচনা করতে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করার ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র। একথা কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি পেশ করেন সুপ্রিম কোর্টের সামনে। 

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে কেন্দ্রের এই ভাবনা চিন্তার বিষয়েটি পেশ করেন অ্যাটর্নি জেনারেল। বেঞ্চে ছিলেন, বিচারপতি জে বি পারদিওয়ালাও। তিনি শীর্ষ আদালতকে জানান যে, সরকার এমন একটি ভাবনা চিন্তা করছে, যেখানে একটি কমিটি গড়া হবে, যা পর্যালোচনা করবে মৃত্যুদণ্ডের যন্ত্রণা যাতে কমানো যায়। এর আগে, আইনজীবী ঋষি মালহোত্রা একটি ‘সাবমিশন’ পেশ করেন কোর্টে। সেখানে আর্জি জানানো হয়, এমন একটি পন্থার যা মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তকে মরণ যন্ত্রমা কম দেবে। কম যন্ত্রণাদায়ক পন্থায় যাতে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া যায়, তার বিষয়ে তিনি আর্জি জানান কোর্টে। সেক্ষেত্রে তিনি শিরার ভিতরে ইংজেকশন, গুলি, বিদ্যুৎস্পৃষ্ট করে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার বিষয়ে সওয়াল করেন। তার প্রেক্ষিতেই কেন্দ্র কোর্টে নিজের অবস্থা জানিয়েছে। 

( ‘চ্যালেঞ্জ নেওয়া হল’, বজরংদলকে নিষিদ্ধ করার দাবি কংগ্রেসের, পাল্টা জবাব দিল VHP)

( ‘ব্রাহ্মণরা রাশিয়া থেকে এসেছেন’, প্রাক্তন বিধায়ক যদুবংশের মন্তব্যে বিতর্ক তুঙ্গে)

এদিকে, কেন্দ্রের এই ভাবনা চিন্তা যে সুপ্রিম কোর্ট মেনে নেয়নি, তা নয়। কোর্টের বার্তা এই কমিটি নিয়ে সায় রয়েছে দেশের শীর্ষ আদালতের। কোর্ট বলছে, এমন একটি কমিটি গঠন করতে হবে, যা ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা আনুপাতিক ছিল কিনা বা আবেদনকারীর পরামর্শ অনুসারে কম বেদনাদায়ক বিকল্পগুলির সাথে এটি পরিবর্তন করা দরকার কি না, তা নির্ধারণ করবে। এদিকে, আইনজীবী ঋষি মালহোত্রা তাঁর সওয়ালে বলেন,’ একজন মানুষকে ফাঁসি দিলে তার মর্যাদা নষ্ট হয়। মৃত্যুতে মর্যাদা দরকার, যে দণ্ডিতের জীবন শেষ হতে হবে, তাকে ফাঁসির যন্ত্রণা ভোগ করতে হবে না।’ তিনি এও বলেন যে, ‘ মৃত্যুর মর্যাদার সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না।। এমনকি দোষী সাব্যস্ত একজন দণ্ডিত ব্যক্তিরও মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার নিহিত রয়েছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup