Fake call centre: টেক সাপোর্ট দেওয়ার নামে সুইজারল্যান্ড, নরওয়ের নাগরিকদের প্রতারণা, ধৃত ১০

নিউটাউনে আবারও ভুয়ো কল সেন্টারের হদিশ পেল পুলিশ। সেখানে হানা দিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। মূলত টেক সাপোর্ট দেওয়ার নাম করে এই কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের প্রতারণা করা হত। ধৃতদের কাছ থেকে কম্পিউটার, হার্ডডিস্ক সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা গিয়েছে, নিউটাউন এলাকার এস্ট্রা টাওয়ারে ইনভিয়াস ওয়েব সলিউশন প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা চালু করে বিদেশি নাগরিকদের প্রতারণা করতো একটি চক্র। মূলত সুইজারল্যান্ড, নরওয়ে, আইয়ারল্যান্ড, জার্মানি প্রভৃতি দেশের নাগরিকদের ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল মারফত কল করতো এই চক্র। সেখানে প্রতারকরা নিজেদের মাইক্রোসফট সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিত। কম্পিউটারে অ্যান্টিভাইরাস এবং কুইক সাপোর্ট দেওয়ার জন্য তাদের রাজি করাত। এরপরেই তাদের থেকে বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নিত এই চক্র। গতকাল সুত্র মারফত খবর পেয়ে নিউটাউনের এই ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের নাম সৌমজিৎ বেতাল, আদিত্য শর্মা, অর্পিত রায়, নিখিল চৌহান, শুভম দাস, রঞ্জিত মণ্ডল, সৌভিক চক্রবর্তী, আমন মিশ্র, মহম্মদ রাজা এবং সোমনাথ সিং। তাদের কাছ থেকে ১৯টি কম্পিউটার, ৩টি হার্ডডিস্ক সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাদের নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে? তাদের বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

প্রসঙ্গত, সল্টলেক সেক্টর ফাইভ, বিধাননগর এবং নিউটাউনের একাধিক জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ভুয়ো কল সেন্টার। কখনও টেক সাপোর্ট দেওয়ার নাম করে আবার কখনও মোবাইল টাওয়ার বসানোর নাম করে সেখান থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে প্রতারকরা। ভুয়ো কল সেন্টারে বাড়বাড়ন্ত রুখতে এই সমস্ত এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এই সমস্ত এলাকায় প্রায়ই ভুয়ো কল সেন্টারের অদিস মিলছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup