Go First: দেউলিয়া সমাধান প্রক্রিয়াতে আবেদন গোফার্স্ট-এর, কাল-পরশু বন্ধ উড়ান

দেউলিয়াতা সমাধান প্রক্রিয়ার জন্য আবেদন করল গো ফার্স্ট। মঙ্গলবার দিল্লির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-এ আবেদন পেশ করে ভারতীয় স্বল্প মূল্যের বিমান সংস্থা। গুরুতর নগদ ঘাটতির কারণে GoFirst ৩ মে থেকে ৪ মে সাময়িক কার্যক্রম বন্ধ রাখবে বলে জানিয়েছে। এমনটাই বলেছেন সংস্থার CEO কৌশিক খোনা। সংবাদসংস্থা PTI সূত্রে মিলেছে এই খবর। আরও পড়ুন: যেন বাড়ি! ‘বান্ধবীকে ককপিটে ডেকে খাতির পাইলটের, বিমানসেবিকাকে আনতে বললেন বালিশ’

‘গো ফার্স্ট P&W-র ইঞ্জিন সরবরাহ না করার কারণে বর্তমানে তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে। এই কারণে তারা ২৮টি বিমানকে আপাতত বসিয়ে রাখতে বাধ্য হচ্ছে,’ জানান তিনি।

কৌশিক খোনা জানিয়েছেন, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের কাছে স্বেচ্ছায় দেউলিয়া অবস্থার সমাধানের পদ্ধতির জন্যও অনুরোধ করেছে তাঁর সংস্থা।

PTI-কে দেওয়া সাক্ষাত্কারে কৌশিক খোনা জানান, প্র্যাট অ্যান্ড হুইটনির (P&W) ইঞ্জিন সরবরাহ করতে ব্যর্থতার কারণে তারা প্রায় ২৮টি উড়োজাহাজ গ্রাউন্ড করে রেখেছে। এটি গোফার্স্ট-এর মোট ফ্লিটের অর্ধেকেরও বেশি।

বিমান রয়েছে। কিন্তু তা ওড়ানো যাচ্ছে না। হ্যাঙ্গারে রেখে বসে বসে ভাড়া গুনতে হচ্ছে। আর সেই কারণেই GoFirst-এ আর্থিক সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, স্বেচ্ছায় দেউলিয়া প্রক্রিয়ার সমাধান চাওয়ার এই বিষয়টি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। কিন্তু সংস্থার স্বার্থ রক্ষার জন্য এটি করা আবশ্যিক ছিল।

GoFirst পুরো পরিস্থিতির বিষয়ে সরকারকে অবহিত করেছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকেও(DGCA) এই বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন জমা করতে চলেছে গোফার্স্ট।

আপাতত ৩ এবং ৪ মে কোনও উড়ান চলবে না। NLLT আবেদন পাশ করলে, তবেই আবার উড়ান চলতে শুরু করবে, জানিয়েছেন কৌশিক খোনা।

গো ফার্স্টে ৫,০০০-এরও বেশি ব্যক্তি নিযুক্ত রয়েছেন।

ওয়াদিয়া গ্রুপের মালিকানাধীন এই এয়ারলাইন আপাতত সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছে। বর্তমানে ব্যবসায় স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী খুঁজছে তারা।

গোফার্স্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ইঞ্জিন প্রস্তুতকারকের বিরুদ্ধে ডেলাওয়্যারের ফেডারেল আদালতে একটি অভিযোগ দায়ের করেছে। আরও পড়ুন: বিমানের লিজের ৭০০ কোটি টাকা বকেয়া! Go First-এর নামে নালিশ DGCA-র কাছে

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup