Rajib Gandhi: দেখেছিলেন তো রাজীব গান্ধীর দেহের একটা টুকরোও পাওয়া যায়নি…ফের বিতর্কে আজম খান

সমাজবাদী পার্টির নেতা আজম খান। এবার রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে বিশেষ মন্তব্য করে বিতর্ক বাড়িয়ে দিলেন তিনি। তিনি জানিয়েছেন, ভগবানের প্রতিশোধ অত্যন্ত ভয়াবহ। আপনারা সকলেই জানেন যে রাজীব গান্ধীর শরীরের একটা অংশও পাওয়া যায়নি।

রবিবার কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তিনি জানান, আমি ইন্দিরা গান্ধীর আমল দেখেছি। রাজীব গান্ধীর হাতে বেশিরভাগ এমপি ছিল। কিন্তু দেখুন তাঁর শরীরের একটি টুকরোও পাওয়া যায়নি। সঞ্জয় গান্ধীর মতো মানুষ বিমানে ছিলেন কিন্তু তার দেহ পাওয়া যায় টুকরো অবস্থায়।

তিনি তাঁর রাজনৈতিক জীবনের নানা ওঠাপড়া, প্রশাসনিক নানা পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এই ৪০-৪২ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা বলছি। আপনি জানবেনই না কখন তাওয়া থেকে রুটি উলটে যাবে। কর্তৃপক্ষ, পুলিশ সব বদলে যাবে। যে পুলিশ আপনার দরজা ভেঙেছিল যারা আপনাকে একদিন লাথি মেরেছিল, তারাই একটা সময় দাঁড়িয়ে থাকবে আপনার পাশে, আপনাকে স্যালুট করবে ওই বুটের উপর দাঁড়িয়ে।

রামপুর পুরসভা ভোটে সমাজবাদী পার্টির প্রার্থী ফতিমা জাবির হয়ে প্রচার করছিলেন। এদিকে রামপুরের ওই বিধায়কের বিরুদ্ধে অন্তত ৯০টি ক্রিমিনাল কেস রয়েছে। ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে এই মামলাগুলি হয়েছে।

এদিকে ঘৃণাসূচক একটি মন্তব্যের জেরে এর আগে কোর্ট তার তিনবছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছিল। এরপর রাজ্য বিধানসভার সচিবালয় তার সদস্যপদ খারিজ করার নির্দেশ দিয়েছিল। ২০১৯ সালের একটি প্রচারসভায় আজম খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক জনের বিরুদ্ধে অত্যন্ত বিরূপ মন্তব্য করেছিলেন।

একটি জনসভা থেকে তিনি এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তারপরই তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাতেই তার তিন বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছিল আদালত।

এলাহাবাদ হাইকোর্ট ২০২২ সালের মে মাসে আজম খানকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। ওয়াকফ বোর্ডের সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন।

তবে এবার রাজীব গান্ধীর হত্যাকাণ্ডকে জড়িয়ে তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই ধরনের মন্তব্য করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে।