Scindia on Go First Issue:’দুর্ভাগ্যজনক… সরকার সাহায়তা করছে’, গো ফার্স্টের দেউলিয়া আবেদন নিয়ে বললেন সিন্ধিয়া

দেশের আরও এক এয়ারলাইন্স সংস্থা বিপাকে। এবার খবরে ‘গো ফার্স্ট এয়ারলাইন্স’। দেশের অন্যতম শীর্ষস্থানীয় অভ্যন্তরীণ অসামরিক বিমান পরিবহন সংস্থা গো ফার্স্ট এদিন দেউলিয়া হওয়ার আবেদন জানিয়েছে। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রেখেছেন বক্তব্য। জানিয়েছেন, সংস্থার সঙ্গে সহযোগিতা করছে কেন্দ্র।

বহু আগে বিমানের টিকিট কেটেও, আচমকা সকাল থেকে বিমানের তরফে সফর ঘিরে কোনও মেসেজ পাননি এমন বহু গ্রাহক রয়েছেন গো ফার্স্টের। কিছু বুঝে উঠতে না পেরে, অনেকেই সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করে কোনও উত্তর পাননি। ঘটনা ঘিরে ধীরে ধীরে পারদ চড়তে থাকে মঙ্গলবার। এরপরই গো ফার্স্ট এয়ার জানিয়েছে, তারা দেউলিয়া হওয়ার আবেদন করছে। ৩ ও ৪ মে বিমান চলাচল এই সংস্থা বন্ধ রেখেছে। উল্লেখ্য, এই ঘোষণার হাত ধরেই কার্যত স্পষ্ট হতে থাকে যে, দেশের আরও এক অভ্যন্তরীণ বিমান পরিবহন সংস্থা বিপাকে! এদিকে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, যাত্রীদের জন্য ভিন্ন বন্দোবস্ত করার বিষয়ে বন্দোবস্ত করার বিষয়টি নির্ভর করছে ওই বিমান সংস্থারই ওপর। তবে বিমান সংস্থাকে সম্পূর্ণভাবে সাহায্য করছে কেন্দ্র। তিনি বলেন,’ গো ফার্স্ট তাদের ইঞ্জিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাপ্লাই চেইন সমস্যার সম্মুখীন হয়েছে। কেন্দ্রীয় সরকার সমস্ত রকমের উপায়ে তাদের সাহায্য করছে। বিষয়টি সংশ্লিষ্ট মহলের সঙ্গেও তুলে ধরা হয়েছে।’ ঘটনাকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দেন। তিনি বলেন,’আমরা জানতে পেরেছি বিমান সংস্থাটি NCLT-তে আবেদন করেছে। বিচারিক প্রক্রিয়া চলার জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ’। কেন্দ্রীয়মন্ত্রী বলেন,’ এটি দুর্ভাগ্যজনক যে সংস্থার অপারেশনাল সমস্যা তাদের আর্থিক দিককে ধাক্কা দিয়েছে।’

( শূন্যপদে নিয়োগ নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কোন প্রশ্ন তুললেন মমতা?)

জানা গিয়েছে, বিমান সংস্থাটি এনসিএলটিতে দেউলিয়া হওয়ার আবেদন জানিয়ে দিয়েছে। সংস্থার সিইও কৌশিক খোনা এই আবেদনের বিষয়ে জানিয়েছেন। উল্লেখ্য, ৩ ও ৪ মে গো ফার্স্ট তাদের সমস্ত রকমের বিমান বুকিং বাতিল করেছে। সঠিক সময়ে তারা পিএন্ডডাব্লিউ ইঞ্জিন সরবরাহ পায়নি বলেই এই ঘটনা ঘটে গিয়েছে। এদিকে, আচমকা এভাবে বিমান বাতিল করার জেরে ডিজিসিএ নোটিস পাঠিয়েছে সংস্থাকে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup