জাপানে ‘মৈত্রী কার্যালয়’ চালু করতে চায় ন্যাটো

ইন্দো-প্রশান্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে এবার জাপানে ‘মৈত্রী কার্যালয়’ চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। পরিকল্পনা বাস্তবায়িত হলে এশিয়ায় প্রথমবারের মতো ন্যাটোর কার্যালয় স্থাপিত হবে। জাপানি ও ন্যাটো কর্মকর্তাদের বরাতে বুধবার (৩ মে) নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, মৈত্রী কার্যালয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মতো এশীয় নিরাপত্তা অংশীদারদের সঙ্গে আলোচনার পথ সুগম করবে। ফলে চীন ও রাশিয়ার মতো ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।  

তবে ন্যাটো ও জাপান সরকারের মুখপাত্র এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। বুধবার জাপানে জাতীয় ছুটি হিসেবে পালিত হয়।

জানুয়ারিতে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ জাপান সফর করেন। সফরে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ‘ঐতিহাসিক’ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

প্রস্তাবিত এই কার্যালয় আগামী বছর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কার্যালয়টির জন্য জাপান স্থান বরাদ্দ দেবে কিনা, অথবা নিজ খরচে এটি স্থাপন করবে ন্যাটো, এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নিউ ইয়র্ক, ভিয়েনা ও ইউক্রেনসহ বিভিন্ন দেশে ন্যাটোর এমন কার্যালয় চালু রয়েছে।   

সূত্র: রয়টার্স