ফোনে তৃণমূল প্রধানের হুমকি, ৭দিন ঘরছাড়া রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক

রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে হুমকি ফোনে হুমকি গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। সেই হুমকি ও গালিগালের অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইম বাংলা। ফোনে তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ারও কথা বলা হয়েছে।

মুর্শিদাবাদের রানিনগরের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আতাউর রহমানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মালিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলমের বিরুদ্ধে। নেটমাধ্যমে ভাইরাল হাওয়া অডিওক্লিপে পঞ্চায়েত প্রধানকে বলতে শোনা যাচ্ছে,’আপনি এলাকায় নোংরামি করছেন। আপনার মতো শিক্ষিত লোকের দরকার নেই। আপনি চুপচাপ ডোমকলে চলে যান। আমি প্রধান হিসাবে এই কথা আপনাকে বলছি। ‘

(পড়তে পারেন। আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ যুবক, গোটা ঘটনা ধরা পড়ল CCTV-তে)

আতাউর রহমান মুর্শিদাবাদের ডোমকলের ভবতরণ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। তাঁর পরিবারের অভিযোগ, শুধু হুমকি নয়, মিথ্যা মামলায় ফাঁসিয়ে শিক্ষকের নামে রানিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার পর থেকে সাতদিন বাড়ি ছাড়া রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখলকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের অনুগামীরা শিক্ষকের জমি দখল করেন। প্রতিবাদ করলে শিক্ষককে নিয়মিত ‘হুমকি’ দেওয়া হতো।

(পড়তে পারেন। ঝমঝমিয়ে বৃষ্টি, যার জন্য ছুটি সেই গরমের দাপটই কার্যত কার্যত উধাও বাংলা থেকে। ছুটি কাটাচ্ছে সরকারি স্কুল, কী ভাবছে বেসরকারি বিদ্যালয়?)

নেট মাধ্যমে এই অডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও তৃণমূল পঞ্চায়েত প্রধান জাহাঙ্গির আলম স্বীকার করে নিয়েছেন অডিয়ো ক্লিপে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে তা তাঁর। কেন তিনি এমন বলছেন তার পক্ষে যুক্তিও দেখিয়েছেন পঞ্চায়েত প্রধান। তাঁর দাবি, এলাকায় অশান্তি তৈরি করতে চাইছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, তাই তাঁকে এলাকা থেকে চলে যেতে বলা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, তাঁরা এই অডিয়ো ক্লিপের সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখছেন।

(পড়তে পারেন। শান্তনুর কীর্তি, চাকরি দেওয়ার নামে তুলেছিলেন ১ কোটি ৪০ লাখ, বিস্ফোরক দাবি ইডির )