‘‌মুখে বললে হবে না, কাগজ দেখাতে হবে’‌, কেন্দ্র–বিজেপিকে তুলোধনা চন্দ্রিমার

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসেছে মহিলা তৃণমূল কংগ্রেস। গান্ধী মূর্তির নীচে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তা চলবে। এখানে উপস্থিত আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, শশী পাঁজা–সহ নানা স্তরের মহিলা নেত্রীরা। মেয়ো রোডে ধরনা চলছে। এখান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নেত্রীরা। ১০০ দিনের কাজ, আবাস যোজনা–সহ একাধিক প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা রাজ্যকে মিটিয়ে দিক কেন্দ্র। এই দাবি নিয়েই ৩২ ঘণ্টার এই ধরনা মহিলা তৃণমূল কংগ্রেসের।

এদিকে প্রত্যেক নেত্রী হাতেই ছিল নানা কথা লেখা প্ল্যাকার্ড। কোনটিতে লেখা হয়েছে, ‘‌ইডি–সিবিআই দিয়ে জমিদারি চলছে।’‌, কোথাও লেখা আছে, ‘‌আবাস যোজনার টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে।’‌ কেন্দ্রের বঞ্চনাই এই ধরনায় তুলে ধরা হয়েছে। এই ধরনা মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‌একশো দিনের কাজ–সহ একাধিক প্রকল্পে ১১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাকি। একধিকবার বকেয়া মেটানোর আর্জি জানালেও কোনও কাজ হয়নি।’‌

অন্যদিকে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে বিজেপির অভিযোগ, টাকা নয় ছয় হয়েছে বলেই আটকে আছে। এই প্রসঙ্গে আজ, বুধবার চন্দ্রিমা বলেন, ‘‌মুখে বললে হবে না। কাগজ দেখাতে হবে। একমাত্র বাংলাতেই স্বাস্থ্যসাথী, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আছে।’‌ এদিন বিজেপির ময়নায় পথ অবরোধ নিয়ে বলেন, ‘এই মস্তানির জবাব মানুষ ভোটে দেবে’। এখন রাজ্যজুড়ে চলছে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি। সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেছেন। এবার করলেন নেত্রীরা।

আর কী জানা যাচ্ছে?‌ গত ২৯ মার্চ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে দু’দিনের ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার একই দাবিতে ধরনায় বসল দলের মহিলা সংগঠন। কেন্দ্রের নানা ইস্যুর বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওয়াশিং মেশিন নিয়ে অভিনব প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও বিক্ষোভ দেখান এবং হুঙ্কার দেন, ‘‌প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধরনায় বসব। সে হিম্মত আমার আছে। আমি তো জনপ্রতিনিধি।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup