হেলিকপ্টারে নয়, মমতা মালদা গেলেন ট্রেনে, অভিষেক কোচবিহারে গিয়েছিলেন আকাশপথে

হেলিকপ্টার নয়, সরাইঘাট এক্সপ্রেসে চেপে মালদা রওনা হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককথায় তাৎপর্যপূর্ণ। সাধারণত, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন হেলিকপ্টারেই সফর করতে দেখা যেত। সূত্রের খবর, এবার কোচবিহারে যাওয়ার সময়তেও আকাশপথেই গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার মালদা যাওয়ার ক্ষেত্রে হেলিকপ্টার এড়িয়ে চললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন বিকালে তিনি হাওড়া স্টেশনে চলে যান। একেবারে ভিড়ে ঠাসা স্টেশনে মমতার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যত হিমসিম খায় পুলিশ।

সূত্রের খবর, এতদিন ধরে নবজোয়ার কর্মসূচিকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও এসেছে সফলতা, কখনও আবার অভিষেক মঞ্চ থেকে নামতেই শুরু হয়ে গিয়েছে ঝামেলা। তবে এবার মালদায় সেই নবজোয়ার কর্মসূচিতে উপস্থিত হবেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বুধবার বিকালে সরাইঘাট এক্সপ্রেসে মালদার উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে অংশ নেবেন।

সূ্ত্রের খবর, এর আগেও মমতা মালদায় ট্রেনে চেপেই গিয়েছিলেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় জাওয়াদের আতঙ্ক ছিল। সেবারও তিনি ট্রেনে চেপে মালদা গিয়েছিলেন। সেবার হাওড়া স্টেশন থেকে তিনি শতাব্দী এক্সপ্রেসে মালদায় গিয়েছিলেন। এবারও তিনি মালদা যাওয়ার জন্য সেই ট্রেনেই চাপলেন।

এদিকে মমতা ও অভিষেকের হেলিকপ্টার সফর নিয়ে বিরোধীরা নানা সময় নানা কথা বলেন। চারদিকে যখন নানা আর্থিক সংকট তখন কীভাবে রাজ্যের মুখ্য়মন্ত্রী বার বার বিপুল খরচ করে হেলিকপ্টার ব্য়বহার করেন তা নিয়ে প্রশ্ন তুলতেন বিরোধীরা। তবে এবার সেই প্রশ্ন তোলার সুযোগ আর নেই। এবার একেবারে ট্রেনে চেপে মালদার দিকে রওনা হলেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিকে ২০০৯-১১ সাল পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেনেই সফর করতেন। তবে তারপরে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাঁকে বিশেষ রেল সফর করতে দেখা যেত না। ব্যতিক্রমী কয়েকটি ঘটনা অবশ্য় রয়েছে। তবে এবার মমতা মালদায় গেলেন ট্রেনে চেপেই।

কিন্তু এবার নবজোয়ার কর্মসূচিতে কোচবিহারে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার ব্যবহার করেছিলেন। এমনটাই খবরে প্রকাশিত হয়েছিল। তবে তিনি হেলিপ্যাড থেকে বেশ কিছুটা রাস্তা অবশ্য় হেঁটেই যান। কিন্তু হেলিকপ্টার ভ্রমণের এই বিপুল অর্থ কোথা থেকে আসছে তা নিয়ে অবশ্য় প্রশ্নটা থেকেই গিয়েছে।