বাংলা নিউজ > টুকিটাকি > Asthma real facts: শুধুই হাঁপানি না ফুসফুসের বড়সড় রোগ? গুলিয়ে ফেলছেন না তো ! জেনে নিন এখনই
Updated: 03 May 2023, 08:05 PM IST
Sanket Dhar
শুধুই হাঁপানির সমস্যায় ভোগেন? না ধীরে ধীরে শরীরে … more
শুধুই হাঁপানির সমস্যায় ভোগেন? না ধীরে ধীরে শরীরে বাসা বাঁধছে বড় কোনও রোগ? দুটো গুলিয়ে ফেললেই কিন্তু মুশকিল।
1/6শুধুই হাঁপানির সমস্যায় ভোগেন? না ধীরে ধীরে শরীরে বাসা বাঁধছে বড় কোনও রোগ? দুটো গুলিয়ে ফেললেই কিন্তু মুশকিল। জেনে নিন এই বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা। (Freepik)2/6চিকিৎসকরা বলছেন, হাঁপানির পাশাপাশি ফুসফুসের আরেকটি বড় রোগ হল ব্রঙ্কাইটিস। এগুলির বেশ কয়েকটি উপসর্গ একেবারেই এক। ফলে বাইরে থেকে চেনার উপায় নেই বললেই চলে। (Freepik)3/6কিন্তু অ্যাজমা একটি ক্রনিক রোগ, এমনটাই বলেন চিকিৎসকরা। এতে শ্বাসবায়ু চলাচলের পথটা সরু হয়ে যায়। একই সঙ্গে জ্বালা জ্বালা হতে থাকে। (Freepik)
4/6অন্যদিকে ব্রঙ্কাইটিস পরিবেশের কিছু উপাদানের কারণে হয়। কোনও বায়ুবাহিত উপাদান শ্বাসনালিতে প্রবেশ করলে তা শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অথবা সংক্রমণ থেকেও হতে পারে এই রোগ। (Freepik)5/6প্রায় একইরকম উপসর্গ হলেও দুটির মধ্যে কিছু পার্থক্যও রয়েছে। ব্রঙ্কাইটিস সাধারণত ধুলো, ফুলের রেণু থেকে হয়। যা ঠিকমতো চিকিৎসা করলে সেরেও যায় কয়েক সপ্তাহে। (Freepik)6/6অন্যদিকে অ্যাজমা একটি দীর্ঘদিনের সমস্যা হিসেবে থেকে যায়। গুরুতর হলে এই সমস্যার সঙ্গে যুঝতে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হয়। অ্যাজমার জন্য দীর্ঘ সময় চিকিৎসার মধ্যেও থাকতে হয়। (Freepik)