Cash Refunded: বিক্ষোভের মুখে পড়ে চাকরির নামে তোলা টাকা গুনে গুনে ফেরত দিলেন তৃণমূল নেতা

চাকরি দেওয়ার নামে টাকা তুলে সেই টাকা ডেকে ডেকে ফেরত দিলেন পুরপ্রধানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা। বুুধবার অবাক করা এই দৃশ্য দেখলেন হুগলির আরামবাগের বাসিন্দারা। পুরপ্রধান সমীর ভাণ্ডারীর ঘনিষ্ঠ অভিজিৎ হাজরা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন বলে স্বীকার করেছেন। টাকা মিটিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি। ওদিকে টাকা ফেরত পেয়ে খুশি চাকরিপ্রার্থীরাও।

চাকরিপ্রার্থীদের দাবি, আরামবাগ মেডিক্যাল কলেজে চাকরি করিয়ে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে ২৬১ জনের কাছ থেকে ৩০০০ টাকা করে মোট ১৬ লক্ষ টাকা তুলেছিলেন অভিজিৎবাবু। পুরপ্রধানের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা নিজেও হাসপাতালে চাকরি করেন। ফলে বিশ্বাস করে টাকা দিয়েছেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত চাকরি না হওয়ায় টাকা ফেরতের দাবিতে অভিজিৎবাবুর বাড়িতে বিক্ষোভ দেখান তাঁরা। এই নিয়ে শহরে শোরগোল শুরু হলে ময়দানে নামেন পুরপ্রধান সমীর ভাণ্ডারী। সবার টাকা ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

বুধবার টাকা ফেরত দিতে ডাকা হয় চাকরিপ্রার্থীদের। একে একে টাকা মিটিয়ে দেওয়া হয় তাদের। টাকা ফেরত পেয়ে চাকরিপ্রার্থীরা বলেন, আর কোনও অভিযোগ নেই। ওদিকে অভিজিৎবাবু জানান, ২ জন আজকে আসতে পারেননি। তাদের টাকাটা বাকি রইল। বাকি সব শোধ।

তাঁর দাবি, হাসপাতালে অরিজিৎ নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। তিনি বলেন হাসপাতালে প্রচুর ঠিকা লোক প্রয়োজন। তাঁর আশ্বাসেই আমি টাকা নিতে শুরু করি। পরে সেই যুবকের সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি।

তবে তৃণমূলি চেয়ারম্যান ঘনিষ্ঠ নেতার টাকা তোলার ঘটনায় শহরে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন চেয়ারম্যানের মদতেই অভিজিৎ হাজরার এই বাড়বাড়ন্ত।