IPL 2023: Know The Points Table Team Position, Statistics And Other Records After Match 46


কলকাতা: তাঁরা গতবারের চ্যাম্পিয়ন (IPL 2023)। আর সেই সাফল্য যে এমনি এমনি আসেনি, দল হিসাবে তাঁরা যে কতটা এগিয়ে তা ফের একবার দেখিয়ে দিচ্ছেন হার্দিক পাণ্ড্যরা। আইপিএলের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে শীর্ষে গুজরাত টাইটান্স। আগের ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে তার বড় একটা প্রভাব পড়েনি। ৯ ম্যাচের মধ্যে ৬টি জিতে ১২ পয়েন্ট হার্দিকদের দখলে। বাকি ৫ ম্যাচের মধ্যে ২টি জিতলেই প্লে অফের দরজা খুলে যাবে গুজরাতের সামনে।

আইপিএলের (IPL 2023) ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

লখনউ সুপার জায়ান্টস রয়েছে দুই নম্বরে। ১০ ম্যাচ খেলে ৫টি জিতেছেন কে এল রাহুলরা। বুধবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই দলের। লখনউয়ের পয়েন্ট ১১। লখনউয়ের নেট রান রেট +০.৬৩৯। তিন নম্বরে সিএসকে। ১০ ম্যাচ খেলে মহেন্দ্র সিংহ ধোনিদের ঝুলিতে ১১ পয়েন্ট। সিএসকে-র নেট রান রেট +০.৩২৯।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গেলেও প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। নেট রান রেটেও বেশ এগিয়ে রাজস্থান। +০.৮০০। চার ন

্বরে রয়েছে রাজস্থান। 

বিরাট কোহলিদের পয়েন্ট ১০। ৫টি ম্যাচ জেতার সুবাদে। শেষ ৫ ম্যাচের মধ্যে ৩টি জিতেছে আরসিবি। হেরেছে ২টি। নেট রান রেটে পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলিদের নেট রান রেট -০.০৩০। পাঁচ নম্বরে রয়েছেন বিরাটরা।

পাঞ্জাব কিংসকে হারিয়ে ৯ ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১০। রোহিত শর্মাদের রান রেট -০.৩৭৩। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে মুম্বই।

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

মুম্বইয়ের কাছে হেরে সাত নম্বরে নেমে গেল পাঞ্জাব কিংস। ১০ ম্যাচের শেষে তাদের ১০ পয়েন্ট। তাদের নেট রান রেট – ০.৪৭২। বাকি ৪ ম্যাচের মধ্যে ৩টি জিততে হবে পাঞ্জাবকে।

বেশ চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে কেকেআর। হেরেছে ৬টি ম্যাচে। মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় আট নম্বরে রয়েছে কেকেআর। নেট রান রেট -০.১৪৭। প্লে অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি পাঁচ ম্যাচের সবকটিই জিততে হবে নাইটদের।

তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৮ ম্যাচে ৬ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৮ ম্যাচে ৪ পয়েন্ট)।

আরও পড়ুন: রাহুলের আইপিএল অভিযান কি শেষ? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামা নিয়েও প্রশ্ন