IPL Highlights: Top Five News Of 3nd May Indian Premier League In A Nutshell


কলকাতা: বৃষ্টিতে ভেস্তে গেল চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ, রেকর্ড গড়েও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংসকে হারতেই হল। এক নজরে আইপিএলের সেরা পাঁচ খবর।

পরের মরসুমেও খেলবেন ধোনি?

লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে আইপিএলের ৪৫তম ম্যাচে লখনউয়ের একানা স্টেজিয়ামে আজ মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অনেকেই এই মরসুমটাই মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) শেষ আইপিএল মরসুম বলে মনে করছেন। সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং যদিও জানিয়েছেন ধোনি সাজঘরে অবসরের কোনওরকম ইঙ্গিত দেননি। তবে তাতেও জল্পনা কমছে না। লখনউ-সিএসকে ম্যাচে টসের সময় তো ড্যানি মরিসন (Danny Morrison) ধোনিকে খানিকটা ঘুরিয়েই তাঁর অবসরের বিষয়ে প্রশ্ন করেই ফেললেন।

টসের সময় মরিসন ধোনি নিজের শেষ মরসুমে উপভোগ করছেন কি না, সেই বিষয়ে প্রশ্ন করেন। জবাবে ধোনি স্বমহিমায় বলেন, ‘তুমিই এটা আমার শেষ আইপিএল বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছ। তবে আমি কিন্তু নিজে এখনও এই সিদ্ধান্তটা নিইনি।’ প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও ২০২০ সালের আইপিএল মরসুমে এক ম্যাচে টসের সময় ধোনিকে একইরকম প্রশ্ন করেছিলেন মরিসন। সেইবারও ধোনি এই প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘একদমই না।’ এবারও মরিসনকে একইরকমভাবে চতুরতা

র সঙ্গে জবাব দিলেন ধোনি।

ভেস্তে গেল ম্যাচ

ম্যাচ (IPL 2023) শুরু হওয়ার আগে এক দর্শক সম্প্রচারকারী চ্যানেলে বলছিলেন, ‘আমি ধোনির বিরাট বড় ফ্যান। চাই ধোনি ভাল খেলুক। তবে আমাদের শহরের দল হেরে যাক সেটাও চাই না। সবচেয়ে ভাল হয় ১ পয়েন্ট করে ভাগাভাগি হয়ে গেলে।’

সেই সমর্থকের কথা যে এরকম অক্ষরে অক্ষরে ফলে যাবে, হয়তো কেউই ভাবেননি। বুধবার লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস (LSG vs CSK) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। ফলে দুই দলের ভাঁড়ারেই এল এক পয়েন্ট করে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গেল গুজরাত টাইটান্স। ১০টি করে ম্যাচ খেলে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস, দুই দলেরই পয়েন্ট দাঁড়াল ১১। তবে রান রেটে সামান্য এগিয়ে লখনউ। তাদের নেট রান রেট ০.৬৩৯। সিএসকে-র নেট রান রেট ০.৩২৯। সেই কারণে লখনউ রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে। চেন্নাই রয়েছে তিন নম্বরে।

জয় পেল মুম্বই

পাঞ্জাবের হয়ে দুরন্ত শতরানের পার্টনারশিপে ২১৪ রান তুলতে সাহায্য করছিলেন জীতেশ শর্মা ও লিয়াম লিভিংস্টোন। প্রথম দল হিসাবে আইপিএলের পরপর চার ম্যাচে দু’শোর অধিক রান তুলে রেকর্ড গড়েছিল পাঞ্জাব। তা সত্ত্বেও দুই পয়েন্ট ঘরে এল না। বড় রানের জবাবে মুম্বইয়ের হয়ে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের শতরানের পার্টনারশিপ গড়ে দলকে জয় এনে দিলেন। সাত বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২১৫ রান তুলে নেয় পল্টনরা।  

ছিটকে গেলেন রাহুল?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগের ম্যাচে ঊরুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সাপোর্ট স্টাফদের সাহায্যে মাঠ ছাড়তে হয়েছিল। কে এল রাহুলের আইপিএল অভিযানই কি শেষ হয়ে গেল?

লখনউ সুপার জায়ান্টস শিবির থেকে এখনও কিছু জানানো হয়নি। স্পষ্ট করে বলা হয়নি বোর্ড থেকেও। তবে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গোটা আইপিএলেই আর মাঠে নামতে পারবেন না রাহুল। তার চেয়েও উদ্বেগের হচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রাহুলের খেলা নিয়ে গুরুতর সংশয় রয়েছে। আইপিএলের ঠিক পরেই, ৭-১১ জুন লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। মনে করা হচ্ছে, ভারতীয় দলের মেডিক্যাল দল রাহুলকে সেই ম্যাচের আগে ফিট করে তুলতে পারবে কি না, তা এখন বিশ বাঁও জলে। 

আরসিবির বিরুদ্ধে ম্যাচে মার্কাস স্টোইনিসের বলে ফাফ ডুপ্লেসির কভার ড্রাইভ আটকাতে গিয়ে ডান পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন রাহুল। নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে ভারতীয় বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘রাহুল লখনউতে দলের সঙ্গেই রয়েছে। বুধবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচও দেখবে। তারপর বৃহস্পতিবারই ও মুম্বইয়ে চলে যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব মেডিক্যাল সেন্টারে ওর ঊরুর স্ক্যান হবে। ওর এবং জয়দেব উনাদকট, দুজনরই চিকিৎসা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে।’

মন জিতলেন জন্টি

বুধবার, ৩ মে লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। বৃষ্টির জন্য এই ম্যাচ অমীমাংসিতই শেষ হয়। লখনউয়ের ব্যাটিং ইনিংসের ২০তম ওভারে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এরপর আর খেলা সম্ভব হয়নি। ম্যাচ বাতিল করতে হয়। এই বৃষ্টির সময়েই নিজের সৌজন্যবোধে সকলের মন জিতলেন লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস (Jonty Rhodes)।

বৃষ্টির সময় মাঠ ঢাকার জন্য মাঠকর্মীরা তড়িঘড়ি কভার টেনে আনার সময়ই তাঁদের সঙ্গে হাত লাগান জন্টিও। কিংবদন্তি প্রোটিয়া ক্রিকেটারকে তাঁদের সঙ্গে মিলে পূর্ণ দমে কভার টেনে মাঠ ঢাকতে দেখা যায়। জন্টির এই ব্যবহারই নেটপাড়ার মন জিতেছে। তাঁর কভার টানার ভিডিওটি বেশ ভাইরালও হয়েছে। এমনকী আইপিএলের তরফেও জন্টির কভার টানার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। আইপিএলের তরফে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘সকলকে রক্ষা করতে জন্টি রোডস চলে এসেছেন। লখনউয়ের মাঠ কর্মীদের সাহায্যের জন্য লোকের কোনও অভাব নেই।’

আরও পড়ুন: রাগ করলে বিপদের আশঙ্কা, সতর্ক থাকবেন কারা ? কেমন যাবে আজকের দিন ?