Jharkhali: বাবা তৃণমূল কর্মী, ভয় দেখিয়ে বধূকে সহবাসে বাধ্য করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

বাবা তৃণমূলকর্মী, এই ভয় দেখিয়ে গৃহবধূর সঙ্গে সহবাসের অভইযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে শুভ্র নস্কর নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এমনকী ঘটনার কথা কাউকে জানালে বধূর স্বামী ও সন্তানকে শুভ্র খুনের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ।

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি কোস্টাল থানা এলাকার বাসিন্দা ওই বধূর অভিযোগ, ফোনে তাঁর সঙ্গে শুভ্র নস্করের ঘনিষ্ঠতা হয়। এর পর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন যুবক। এর পর তিনি বিয়ে করতে চাপ দিলে শুভ্র বেঁকে বসেন। এর পর যুবক জানান, তাঁর বাবা তৃণমূল নেতা। তাঁর মর্জিমতো সহবাসে রাজি না হলে বধূর স্বামী ও সন্তানকে খুন করবেন তিনি। সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রতিবেশীরা বধূর বাড়িতে ঢোকার সময় শুভ্রকে ধরে ফেলেন। এর পর বধূ ঝড়খালি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। এর পর শুভ্র নস্করকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, শুভ্র নস্করের বাবা তৃণমূল কর্মী পরিমল নস্কর। পরিমলবাবুর অভিযোগ, ছেলে নির্দোষ। তাঁকে মারধর করে তুলে নিয়ে গিয়েছে ওই বধূর পরিবার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।