LGBTQIA+দের ঘিরে কিছু ইস্যু পর্যালোচনা করতে নয়া কমিটি গঠনের পথে কেন্দ্র, কী জানানো হল সুপ্রিম কোর্টকে

সমলিঙ্গ বিবাহকে মান্যতা আইনত দেওয়া হবে কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বিশেষ সাংবিধানিক বেঞ্চে চলছে মামলা। এদিকে,  বুধবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে, সমলিঙ্গ বিবাহ সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করতে সম্মত। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের নেতৃত্বাধীন এই কমিটি পর্যালোচনা করবে, সমলিঙ্গ বিবাহ বিষয়ে ন্য়ূনতম সামাজিক সুবিধার ক্ষেত্রের নান দিক।

কেন্দ্রের তরফে এদিন সলিসিটার জেনারেল তুষার মেহতা সমলিঙ্গ বিবাহে মান্যতা মামলা ঘিরে শেষ দিনের সওয়ালের প্রেক্ষিতে এদিন কেন্দ্রের অবস্থান জানান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও এই বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কৌল, হিমা কোহলি, পিএস নরসিংহ, রবীন্দ্র ভাট। উল্লেখ্য, কেন্দ্র জানিয়েছে, প্রশাসনিক দিক থেকে এই বিয়ের সামাজিক সুবিধা সম্পর্কিত দিকগুলি খতিয়ে দেখতে কমিটি গঠনে কেন্দ্র সম্মত। তবে বিপক্ষের আইনজীবীর দাবি, এই ক্ষেত্রটি শুধু ‘প্রশাসনিক’ কেন হবে, তার বাদে বাকি দিকগুলিও পর্যালোচিত হোক। তার প্রেক্ষিতে কোর্ট বলে, পদক্ষেপ ছোট হলেও, অনেক সময় তার অর্থবহ দিক থাকে। তুষার মেহতা জানান, কেন্দ্রীয় সরকার মনে করছে, এই বিষয়গুলি একাধিক মন্ত্রিসভার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সম্ভব। তাই ক্যাবিনেট সচিবই এই কমিটির নেতৃত্ব দিতে পারেন বলে জানিয়েছেন তুষার মেহতা।

( বিয়ের গুঞ্জনের মাঝে বড় বিপাকে রাঘব চাড্ডা! আবগারী দুর্নীতি মামলায় উঠে এল নাম)

সমলিঙ্গের বিবাহের মান্যতার সপক্ষে পিটিশনারদের পক্ষের আইনজীবী এএম সিংভি জানিয়েছেন, কিছু ওপর ওপর পরিবর্তন এই ইস্যুতে বড় পদক্ষেপ হবে না, যেখানে আইনত মান্যতার প্রসঙ্গ রয়েছে। আপাতত এই ইস্যুতে শুনানি চলছে। এর আগে ২৭ এপ্রিল, সুপ্রিম কোর্ট কেন্দ্রের উদ্দেশে বলেছিল, সমলিঙ্গের দম্পতিদের ন্যূনতম সামাজিক সুবিধা দেওয়ার কী কী উপায় থাকতে পারে, তা খতিয়ে দেখতে। এই সামাজিক সুবিধার ক্ষেত্রে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির মতো একাধিক বিষয় খতিয়ে দেখার কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টের সেই বক্তব্যের প্রেক্ষিতে কমিটি গঠনের বিষয়ে সম্মত হয়েছে কেন্দ্র।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup