Man arrested outside Buckingham Palace: ছুড়ল ‘কার্তুজ’, ছিল ছুরি, মেগা ইভেন্টের আগে বাকিংহাম প্যালেসের বাইরে ধৃত ১

রাজা তৃতীয় চার্লসের অভিষেকের আগে বাকিংহাম প্যালেসের বাইরে থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। ওই ঘটনার জেরে প্রাথমিকভাবে ‘লকডাউন’ করা হলেও পরবর্তীতে তা তুলে নেওয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুয়ায়ী, বাকিংহাম প্যালেসের মাঠে সন্দেহভাজক কোনও বস্তু ছুড়েছে ওই ব্যক্তি। যা প্রাথমিকভাবে শটগান কার্তুজ হিসেবে মনে করছে মেট্রোপলিটন পুলিশ। ইতিমধ্যে নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটিয়েছেন আধিকারিকরা। সেইসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত সেই ঘটনাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্কটল্যান্ড ইয়ার্ডের তরফে জানানো হয়েছে যে বাকিংহাম প্যালেসের কাছে যাওয়ার পর এক ব্যক্তিকে সন্ধ্যা সাতটা নাগাদ (ব্রিটিশ সামার টাইম অনুযায়ী, অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ) গ্রেফতার করা হয়। তবে গুলি চালানোর বা কোনও আধিকারিকের আহত হওয়ার কোনও খবর মেলেনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে যে বাকিংহাম প্যালেসের কাছে গিয়ে কিছু একটি ছুড়ে দেয় ওই ব্যক্তি। যা শটগান কার্তুজ বলে মনে করছেন গোয়েন্দারা। পরে পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি অস্ত্র থাকার সন্দেহে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার তল্লাশি চালানো হয়েছিল এবং একটি ছুরি পাওয়া গিয়েছে।’

আরও পড়ুন: Sonam Kapoor: ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে টম ক্রুজদের সঙ্গে আমন্ত্রিত সোনম কাপুর

তবে ঘটনার সময় বাকিংহাম প্যালেসে ছিলেন না রাজা তৃতীয় চার্লস বা তাঁর স্ত্রী ক্যামিলা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। ওই ব্যক্তির কাছে সন্দেহজনক ব্যাগ থাকায় বাকিংহাম প্যালেসে ‘লকডাউন’ করে দেওয়া হয়। পুরো এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এখন সেই ‘লকডাউন’ তুলে নেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশের চিফ সুপারিটেন্ডেট জোসেফ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কোনও হতাহতের খবর মেলেনি। 

আরও পড়ুন: Camilla Goes Against Elizabeth: শাশুড়ি এলিজাবেথের ইচ্ছার বিরুদ্ধে হাঁটলেন ক্যামিলা! গ্রহণ করছেন না ‘কুইন কনসর্ট’ আখ্যা?

কোনও বিপদ না ঘটলেও পুরো ঘটনার জেরে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। কারণ চারদিন পরেই (আগামী শনিবার) বাকিংহাম প্যালেসে মেগা ইভেন্ট হতে চলেছে। সেই রাজ্যাভিষেক হতে চলেছে তৃতীয় চার্লসের। সেই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে অনুষ্ঠানের জন্য লন্ডনের রাস্তায় প্রচুর মানুষ হাজির থাকবেন বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)