মাওবাদী দমনে বড় সাফল্য পেয়েছে মোদী সরকার, HT-কে জানালেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জানিয়ে দিয়েছেন মাওবাদী হিংসার ঘটনা দেশে ক্রমশ কমছে। আসলে সুরক্ষা বাহিনী যে অত্যন্ত সফলতার সঙ্গে তাদের ডেরাতে হানা দিয়েছে তার জেরেই তাদের উপর হামলা চালানো হয়েছিল।

এদিকে হিন্দুস্তান টাইমসের কাছে একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আমরা মাওবাদী হিংসা কবলিত ১৮১টি জায়গায় ঢুকে পড়েছি। আপনারা যখন এই সমস্ত এলাকায় ঢুকে পড়বেন ও একটি সাফল্য পাবেন তখন তারা তার জবাব দেবে। এটা একটা লড়াই। আর আমি এটা বলতে পারি যে ২০০৫ সালের পর থেকে এই ধরনের হিংসার ঘটনা প্রায় ৫২ শতাংশ কমে গিয়েছে। সিভিলিয়ানদের মৃত্য়ু প্রায় ৭০ শতাংশ কমে গিয়েছে। সুরক্ষা বাহিনীর উপর হামলার ঘটনাও প্রায় ৭১ শতাংশ কমে গিয়েছে।

এদিকে গত ২৬ এপ্রিল ১০জন পুলিশকে সঙ্গে নিয়ে একটি ভাড়াকরা গাড়ি চালাচ্ছিলেন এক সিভিলিয়ান ড্রাইভার। তখনই আইইডি বিস্ফোরণ হয়। আরানপুর থানা থেকে মাত্র ৭০০ মিটার দূরে এই বিস্ফোরণ। ছত্তিশগড়ের এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। কনভয়ে থাকা দ্বিতীয় গাড়িটিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে টার্গেট করা হয়েছিল। মাওবাদী দমনের একটি অপারেশন করে ফিরছিল ওই গাড়িগুলি। এদিকে রাস্তার মধ্যে গর্ত খুঁড়ে প্রায় ৪০ কেজি বিস্ফোরক রেখেছিল মাওবাদীরা। তাতেই উড়ে যায় পুলিশের গাড়ি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আইইডি বিস্ফোরণের খবর হেডলাইন করা হচ্ছে। কিন্তু একাধিক ক্ষেত্রে সিকিউরিটি ফোর্স এই বিস্ফোরণকে রুখে দিয়েছে। এই আইইডি চিহ্নিত করার জন্য় সরকার সবরকম উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন আইইডি চিহ্নিত করার জন্য সবথেকে ভালো উপায়গুলি আমরা রেখেছি। কিন্তু সব ঘটনা বন্ধ করা যায়নি। তবে যখন পুলিশ আইইডিকে নিষ্ক্রিয় করে তখন খবর হয় না, কিন্তু বিস্ফোরণ হলে তা খবর হয়। বহু ক্ষেত্রে আইইডি নিষ্ক্রিয় করা হয়। কিন্তু তারপরেও কিছু ঘটনা ঘটেই থাকে।

তিনি বলেন, আগে পশুপতি থেকে তিরুপতি পর্যন্ত এই অশান্তির কথা বলা হত। কিন্তু বর্তমানে কেবলমাত্র ছত্তিশগড়ের চার জেলার মধ্যে তা সীমাবদ্ধ। এটা মোদী সরকারের বড় সাফল্য। প্রসঙ্গত নেপাল থেকে রেড করিডরের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত মাওবাদীদের কার্যকলাপের কথা আগে বলা হত। তিনি জানিয়েছেন, শুধু মাওবাদী দমন নয়, তাদের ফান্ডিং যাতে বন্ধ করা যায় তার ব্য়বস্থাও সরকার করেছে।