রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে অ্যাতলেতিকো

লিগের শেষ দিকে অ্যাতলেতিকো মাদ্রিদ কতটা খুনে মেজাজে তার প্রমাণ আবারও দেখা গেলো। টানা দ্বিতীয় ম্যাচে গোলের তুবড়ি ছুটিয়েছে তারা। দুটিতেই গোল হয়েছে ৫টি। লা লিগায় সর্বশেষ তাদের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে কাদিজ। তাতে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দুইয়ে চলে এসেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

লিগে আর ৫ ম্যাচ বাকি। অ্যাতলেতিকো ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

শিরোপা জয়ের পথে থাকা বার্সার সংগ্রহ ৮২ পয়েন্ট। ১৪ মে এস্পানিওলকে হারাতে পারলেই তারা ২৭তম লা লিগা শিরোপা ঘরে তুলবে।

ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে শুরু থেকেই অ্যাতলেতিকো আগ্রাসী ছিল। ২ মিনিটে ও ২৭ মিনিটে জোড়া গোলে দলকে এগিয়ে দেন লা লিগা প্লেয়ার অব দ্য সিজনের অন্যতম প্রতিদ্বন্দ্বী আন্তোয়ান গ্রিজমান। বিরতির পর ব্যবধান বাড়িয়ে নেন আলভারো মোরাতা। ৫৭ মিনিটে ইয়ানিক কারাসকোর পেনাল্টিতে আসে চতুর্থ গোল। বক্সে কাদিজ ডিফেন্ডার হ্যান্ডবল করলে পেনাল্টি পায় অ্যাতলেতিকো।

৭২ মিনিটে কাদিজের হয়ে লোজানো একটি গোল শোধ দিলেও লাভ হয়নি। তার পরের মিনিটেই প্রতিআক্রমণে পঞ্চম গোলটি আদায় করে নেন মলিনা।