Accident in Newtown: মর্মান্তিক! নিউটাউনে বুম লিফ্টারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ভবঘুরে মহিলার

মর্মান্তিক ঘটনা ঘটল নিউটাউনে। একটি নির্মীয়মাণ উড়ালপুলের নিচে শুয়ে ছিলেন ভবঘুরে এক মহিলা। সেই সময় বুম লিফ্টার যন্ত্রের নিচে চাপা পড়ে মৃত্যু হল ওই মহিলার। ঘটনাটি ঘটেছিল নিউটাউনের মহিষবাথান এলাকার লোহাপুলের কাছে। বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার পরেই বুম লিফ্টারের চালক পলাতক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই মহিলা বুম লিফ্টারের পিছনের দিকে ছিলেন। ফলে চালক মহিলাকে লক্ষ্য করেননি। সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা গত কয়েক মাস ধরে লোহাপুল এলাকার ফুটপাথে থাকছিলেন। মাঝেমধ্যেই তিনি ওই নির্মীয়মাণ উড়ালপুলের নীচে শুয়ে থাকতেন। ওই উড়ালপুলের পাশে একটি চায়ের দোকান রয়েছে। চায়ের দোকান মালিক মাঝেমধ্যে তাঁকে চা খাওয়াতেন। বুধবার দুপুরে ওই নির্মাণ কাজ চলছিল। সেই সময় বুম লিফ্টারের নিচে চাপা পড়েন ওই মহিলা। সাধারণত অনেক উঁচুতে ওঠার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। মহিলার বিকট চিৎকারে চালক বুঝতে পারেন কেউ চাকার নিচে চাপা পড়েছেন। এরপর গাড়ি থামিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রক্তাক্ত অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উড়ালপুলের নিচের অংশে কাজ করা হচ্ছিল। সেই কাজের জন্য যন্ত্রটি ব্যবহার করা হচ্ছিল। পুলিশের অনুমান গাড়ির পিছনের দিকে ঘুমিয়ে ছিলেন ওই মহিলা। প্রসঙ্গত, মহিষবাথান থেকে পোলেনাইট এলাকার মধ্যে যোগাযোগ রক্ষাকারী ওই উড়ালপুলটি তৈরি করছে হিডকো। হিডকোর এক আধিকারিক এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চালক বুঝতে পারেননি যে মহিলা ওই যন্ত্রের পিছনেই ঘুমিয়ে ছিলেন। এই ঘটনায় পুলিশ তদন্ত করছে। স্থানীয় এক হোটেল ব্যবসায়ী দাবি করেছেন, মাঝেমধ্যে ওই মহিলা হোটেলে গেলে তিনি খেতে দিতেন। তিনি কথা বলতে পারতেন না ইশারা ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব বিনিময় করতেন। ঘটনার পরে বুম লিফ্টারটিকে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, হিডকো একটি ঠিকাদার সংস্থাকে এই কাজের দায়িত্ব দিয়েছিল। বুম লিফ্টারটি ওই ঠিকাদার সংস্থার তরফ থেকে সেখানে আনা হয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup