Hockey India: দেশের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, লক্ষ্যে অবিচল হরমনপ্রীতরা

<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> আর তিনমাস পরই চেন্নাইয়ে বসতে চলেছে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চেন্নাইয়ে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্টের আসর। এই নিয়ে সপ্তমবার এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজিত হতে চলেছে। আগামী ৩ অগাস্ট থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। চলবে ১২ অগাস্ট পর্যন্ত। বেঙ্গালুরুর সাইতে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত হরমনপ্রীত সিংহরা। প্রস্তুতির ফাঁকেই জানালেন, ”আমাদের কাছে দুর্দান্ত একটা অভিজ্ঞতা হতে চলেছে। এমনকী দর্শকরাও দারুণভাবে এই টুর্নামেন্ট উপভোগ করবেন। এশিয়ার সেরা দলগুলোর বিরুদ্ধে আমরা খেলতে নামব। আশা করি গ্যালারিতে প্রচুর সমর্থক গলা ফাটাতে আসবেন আমাদের হয়ে।” ক্রেগ ফুলটনের অধীনে এই মুহূর্তে অনুশীলন সারছেন ভারতীয় হকি দলের প্লেয়াররা।&nbsp;</p>
<p style="text-align: justify;">নতুন কোচের সঙ্গে প্র্যাক্টিস সেশন প্রসঙ্গে হরমনপ্রীত বলেন, ”নতুন কোচের সঙ্গে আমরা কয়েকটা সেশন প্র্যাক্টিস করেছি। উনি সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। চলতি বছরের জন্য একটা সঠিক পরিকল্পনামাফিক রুটিনও সাদানো হয়েছে। প্রো লিগ ঘরের মাঠে দুর্দান্ত সফর কেটেছে। এবার সেই মোমেন্টামই ধরে রাখতে চাই আমরা ইউরোপিয়ান লিগেও।”</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, ভারতীয় হকিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করেছে হকি ইন্ডিয়া। আর তার প্রথম পদক্ষেপ হিসেবে তারা নতুনভাবে শুরু করার পরিকল্পনা করেছে হকি ইন্ডিয়া লিগের। আর্থিক দিক থেকে যা ভারতীয় হকি খেলোয়াড়দের জন্য একটি অত্যন্ত লাভজনক টুর্নামেন্ট ছিল। হকি ইন্ডিয়ার তরফে সামনের বছর অর্থাৎ ২০২৪ সালেই নতুন করে শুরু করার ভাবনা চিন্তা হয়েছে এই লিগের&zwnj;। ২০১৭ সাল পর্যন্ত হকি ইন্ডিয়া লিগ চললেও পরবর্তীতে আর্থিক সমস্যার মুখে পড়ে তা বন্ধ করে দিতে হয়। কিন্তু আবার তা শুরুর পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, ”হকি খেলার ক্ষেত্রে বিশেষ করে ভারতে হকি ইন্ডিয়া লিগ দারুণভাবে সফল একটা উদ্যোগ ছিল। আমরা চেষ্টা করছি গত বছরের মধ্যে যাতে পুনরায় এই লিগ চালু করা যায়। আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এই লিগ চালু করতে। তবে এফআইএইচের সূচিতে নয়া উইন্ডো না থাকার ফলে সম্ভব হচ্ছে না। গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কোনও উইন্ডো ফাঁকা নেই। আমরা অনেকটা সময় পেয়েছি নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য।”</p>
<p style="text-align: justify;"><a title="আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে" href="https://bengali.abplive.com/lifestyle/how-to-lose-the-extra-kilos-and-not-gain-them-back-here-are-some-tips-975353" target="_blank" rel="noopener">আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে</a></p>