India’s Press Freedom Index: পাকিস্তান-আফগানিস্তানেরও নীচে… সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে ১১ ধাপ নামল ভারত

সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকের তালিকায় আরও ১১ ধাপ নীচে নামল ভারত। ‘রিপোর্টার্স উইদআউট বর্ডার্স’-এর এক সমীক্ষা অনুযায়ী ভারতে সাংবাদিকতার পরিস্থিতি ‘খাব বাজে’ পর্যায়ে। মোট ১৮০টি দেশকে নিয়ে সংকলিত এই তালিকায় ভারত বর্তমানে ১৬১তম স্থানে। ভারতের পাশাপাশি তুরস্ক এবং তাজিকিস্তানেও সাংবাদিকতার জন্য পরিস্থিতি ‘খুব বাজে’ হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই রিপোর্ট প্রকাশের পর হিন্দুস্তান টাইমসের তরফে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে কেন্দ্রের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

তবে এর আগে গত মার্চ মাসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছিলেন, ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স’-এর সঙ্গে সহমত পোষণ করে না ভারতীয় সরকার। এদিকে এই সমীক্ষার পদ্ধতি নিয়েও সরকারের তরফে প্রশ্ন তোলা হয়েছে। এদিকে তালিকায় ভারতের ওপরে রয়েছে পাকিস্তান, তালিবান শাসিত আফগানিস্তানের মতো দেশ। তালিকায় ১৫০তম স্থানে রয়েছে পাকিস্তান, ১৫২তম স্থানে রয়েছে আফগানিস্তান। যা দেখে অনেকেই অবাক।

এদিকে সাম্প্রতিক রিপোর্টে ভারত সম্পর্কে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পপতিরা মিডিয়া সংস্থা কিনে নেওয়ায় বহুত্ববাদ নষ্ট হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি আদানি গোষ্ঠী এনডিটিভি কিনে নিয়েছিল। নাম না করে সেই অধিগ্রহণেরই উল্লেখ করে ভারতের পতনের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে রিপোর্টে।

এদিকে টানা সপ্তমবারের জন্য এই তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। এদিকে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। ডেনমার্ক এক স্থান নীচে নেমে তৃতীয় স্থানে গিয়েছে। এদিকে ২২ ধাপ ওপরে উঠে নেদারল্যান্ডস ষষ্ঠ স্থানে এসেছে। তালিকায় মোট ৫২টি দেশে সাংবাদিকতার জন্য পরিস্থিতি ‘ভালো’ বা ‘সন্তোষজনক’। এদিকে ৩১টি দেশে সাংবাদিকতার জন্য পরিস্থিতি ‘খুব গুরুতর’, ৪২টি দেশে পরিস্থিতি ‘কঠিন’, ৫৫টি দেশে পরিস্থিতি ‘সমস্যাজনক’। এদিকে তালিকায় সবথেকে নীচের তিনটি স্থানে রয়েছে ভিয়েতনাম, চিন এবং উত্তর কোরিয়া।