IPL 2023: Physiotherapist Treated MI Star Suryakumar Yadav For Entire Night Before He Scored Half Century Against Punjab Kings


মোহালি: প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ২১৪/৩ তোলার পর অনেকে ভেবেছিলেন, মুম্বই ইন্ডিয়ান্সকে (PBKS vs MI) কঠিন পরীক্ষা দিতে হবে। কিন্তু সেই ম্যাচকেই কার্যত জলবৎ তরলং করে দিলেন ঈশান কিষাণ (Ishan Kishan) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। প্রথমজন করলেন ৪১ বলে ৭৫ রান। সূর্য ৩১ বলে ৬৬ রান করলেন। ৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল মুম্বই।

ম্যাচের পর চমকে ওঠার মতো তথ্য দিয়েছেন সূর্যকুমার। আইপিএলের ওয়েবসাইটের জন্য ঈশানের সঙ্গে আড্ডা দিয়েছেন স্কাই। চলতি আইপিএলের শুরুর দিকে যিনি ছন্দের অভাবে ভুগছিলেন। তবে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন। বুধবার মোহালিতে ফের উইকেটের চারপাশে সব ধরনের স্ট্রোক খেলতে দেখা গিয়েছিল তাঁকে। যে কারণে সূর্যকুমারকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।

ম্যাচের পর ঈশান তাঁকে বলেন, ‘তুমি সুস্থ ছিলে না। গত দুদিন ধরে ফিজিওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছো।’ সূর্যকুমার বলেন, ‘আমি ফিজিওদের ধন্যবাদ দেব। গত ৪৮ ঘণ্টায় প্রচুর পরিশ্রম করেছেন। রাত জেগে শুশ্রূষা করেছেন।’ ঈশানকেও কৃতিত্ব দেন স্কাই। বলেন, ‘ঈশান এত ভাল খেলছিল যে, ওকে দেখে মনে হল আমিও শট খেলি। তাহলে হয়তো দলের জন্য পরিস্থিতিটা সহজ হয়ে যাবে।’

দর্শকদের কাছে ঈশানকে সুন্দরভাবে তুলে ধরেন সূর্য। ভিডিওর শুরুতেই বলেন, ‘ঈশান কিষাণ রয়েছে আমাদের সঙ্গে। ম্যাচের সেরা ক্রিকেটার। ঈশান কিছু বলো তোমার ইনিংস নিয়ে।’ রাঁচির ক্রিকেটার বলেন, ‘আমাদের শুরুটা ভাল হয়েছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝের ওভার। সেখানে তুমি এসেই শট খেলতে শুরু করে দিয়েছিলে। আমার ওপর থেকেও চাপ অনেকটা কমে গিয়েছিল। আমি স্বস্তি পেয়েছিলাম। খোলা মনে খেলতে পেরেছি। এটাই ম্যাচের সবচেয়ে ইতিবাচক দিক। আমি নিজ

ের খেলাটা খেলতে পেরেছি।’

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

সঙ্গে ঈশানের আক্ষেপ, ‘স্যাম কারানকে উইকেটের সব দিকে শট মারছিলে। উল্টো দিকে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, আরে, আমি যেদিন ভাল খেলি সেদিন এই লোকটাই সব প্রচারের আলো নিয়ে চলে যায়। আমাকে নিয়ে কেউ কথাই বলবে না যে, তুমিও ভাল খেলেছো। দারুণ ইনিংস।’

মোহালি পাঞ্জাবের ঘরের মাঠ। সেখানে একটা সময় গ্যালারি মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থনে গলা ফাটাতে শুরু করে। সূর্যকুমার বলেছেন, ‘শুরুতে সমর্থন খুব একটা ছিল না। পরে যখন আমরা চালিয়ে খেলা শুরু করি, তখন গোটা গ্যালারি যেন লাল থেকে নীল হয়ে গিয়েছিল।’ যোগ করেন, ‘তোমার বাবাও দেখলাম খেলা দেখতে এসেছেন। পরের ম্যাচে কী আবার আসবেন?

ঈশান বলেছেন, ‘আমি বলেছি আসতে। মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট থেকেও বলেছে আপনাকে আসতে হবে। কারণ আমাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আপনার থাকাটা জরুরি। আসলে নিশ্চয়ই জিতব।’

ক্রিজে দুজনের মধ্যে কী কথা হচ্ছিল? সূর্যকুমার বলেন, ‘ব্যাটিংয়ের সময় ক্রিকেট নিয়ে কথা বলিনি। উপভোগ করেছি। ভাবছিলাম হোটেলে ফিরে টিম মিটিংয়ে কী বলব।’ ঈশান শেষ করেন, ‘সূর্যভাই জেনে নিয়েছে এই শহরে কোথায় পার্টি করতে যেতে পারি। তবে আমরা ক্লান্ত। বিশ্রাম নেব।’

আরও পড়ুন: নির্বাসনের জেরে চরম সিদ্ধান্ত ! চলতি মরসুম শেষেই পিএসজি ছাড়ছেন মেসি !