Anubrata Mondal: অনুব্রতর বারবার লটারি জেতার ভেল্কি চার্জশিটে ফাঁস করল ইডি

সাপ্লিমেন্টরি চার্জশিটে অনুব্রতর লটারি জেতার কাহিনী ফাঁস করল ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, স্থানীয় একটি লটারির দোকানের সঙ্গে গাঁটছড়া বেঁধে লটারি বিজেতাদের কাছ থেকে নামমাত্র মূল্যে লটারির টিকিট ছিনিয়ে নিতেন অনুব্রত ও তাঁর সাঙ্গপাঙ্গরা। এভাবে ১০ – ১২টি লটারির টিকিট তিনি, তাঁর মেয়ে ও অনুগামীরা জিতেছেন বলে জেরায় জানিয়েছেন অনুব্রত। এভাবে প্রায় ২ কোটি টাকার লটারির টিকিট অনুব্রত মণ্ডল জিতেছেন বলে চার্জশিটে জানানো হয়েছে।

গরুপাচার মামলায় বৃহস্পতিবার দিল্লির আদালতে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করেছে ইডি। তাতে তদন্তকারীরা জানিয়েছেন, অনুব্রতঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনের মাধ্যমে বোলপুরের গাঙ্গুলি লটারি এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন অনুব্রত। এর পর ওই দোকানে থেকে লটারি কিনে কেউ বড় অংকের পুরস্কার জিতলেই খবর চলে যেত অনুব্রতর কাছে। এর পর সেই ব্যক্তিকে ভয় দেখিয়ে লটারির টিকিটটি নিয়ে নিতেন মুন। তার বদলে লটারি বিজেতাকে ধরিয়ে দেওয়া হত কয়েক লক্ষ টাকা।

চার্জশিটে ইডি জানিয়েছেন, ২০১৮ সালে অনুব্রতর মেয়ে সুকন্যা এভাবে ৫ – ৬ বার লটারি জিতেছেন বলে স্বীকার করেছেন। ২০১৯ – ২১ সালে করোনার লকডাউনের মধ্যে সুকন্যা প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার লটারি জেতেন। এছাড়াও সুকন্যা ও অনুব্রত ২টি ৫০ লক্ষ টাকা মূল্যের ও ১টি ১ কোটি টাকা মূল্যের লটারি জিতেছিলেন।

গাঙ্গুলি লটারির মালিক বাপি গঙ্গোপাধ্যায় জেরায় ইডিকে জানিয়েছেন, মুনের নির্দেশেই অনুব্রত ও তাঁর মেয়েকে ৩ বার লটারি জেতার ব্যবস্থা করেছিলেন তিনি। চাপের মুখে এই কাজ করতে বাধ্য হয়েছিলেন তিনি।