IPL 2023: Andre Russell Reaches Special Milestone In KKR Vs SRH Match


হায়দরাবাদ: চলতি আইপিএলে ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই আন্দ্রে রাসেল (Andre Russell)। বৃহস্পতিবার, ৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (KKR vs SRH) শুরুটা ভাল করেছিলেন রাসেল। তবে ফের একবার বড় রান করতে ব্যর্থ হন। ১৫ বলে ২৪ রান করেই সাজঘরে ফেরেন ‘দ্রে রাস’। অবশ্য এই ম্যাচেই একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেন রাসেল।

রাসেল হায়দরাবাদের বিরুদ্ধে দুইটি ছক্কা হাঁকান। এর সুবাদেই তিনি মাত্র তৃতীয় খেলোয়াড় হিসাবে টি-টোয়েন্টিতে ছয়শোটি ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করলেন। রাসেলের আগে মাত্র দুইজনের দখলে এই কৃতিত্ব রয়েছে। ঘটনাক্রমে, উভয়েই রাসেলের মতোই ক্যারিবিয়ান তারকা। রাসেল বাদে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেল ১০৫৬টি ও কায়রন পোলার্ড ৮১২টি ছয় মেরেছেন। রাসেলের পর এই তালিকায় চার নম্বরে রয়েছেন প্রাক্তন কেকেআর কোচ তথা নিউজিল্যান্ড তারকা ব্রেন্ডন ম্যাকালাম। তিনি ৪৮৫টি ছয় মেরেছেন। আরেক কিউয়ি তারকা কলিন মুনরো ৪৮০টি ছয় মেরে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে