Gangster Tillu Tajpuriya: তিহাড় জেলে গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়াকে খুন, বরখাস্ত ৭ কারা আধিকারিক

তিহাড় জেলের মধ্যে গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়ার খুনের ঘটনায় ৭ জন কারা আধিকারিককে বরখাস্ত করল দিল্লির জেল বিভাগ। তাজপুরিয়াকে খুনের ঘটনায় একটি নতুন সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীদের সামনেই তাজপুরিয়ার উপর হামলা চালানো হচ্ছে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর শুক্রবার ওই সাতজন কারা আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।

তাজপুরিয়াকে মঙ্গলবার ভোরে প্রতিদ্বন্দ্বী গোগি গ্যাংয়ের চার সদস্য দীপক ওরফে তিতার, যোগেশ ওরফে টুন্ডা, রাজেশ এবং রিয়াজ খান মিলে হত্যা করে। তাকে ৯২ বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা এই ঘটনায় বিভাগীয় তদন্ত করেছেন।

তদন্তের রিপোর্টে ৯ জন আধিকারিকের বিরুদ্ধে গাফিলতি পাওয়া গিয়েছে। তাদের মধ্যে আছেন ৩ জন সহকারী সুপারিনটেনডেন্ট এবং ৪ জন ওয়ার্ডেন। তাদের বরখাস্ত করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা তামিলনাড়ুর বিশেষ পুলিশ বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছি। তারা তাদের কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সম্মত হয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুর স্পেশাল পুলিশ তিহাড় জেল চত্বরে নিরাপত্তা দিয়ে থাকে।

তিহাড় জেলের ওই সিসিটিভি ফুটেজের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে তাজপুরিয়াকে নিরাপত্তা কর্মীদের সামনে আক্রমণ করা হয়েছিল।মঙ্গলবার ভোরে উচ্চ নিরাপত্তা কারাগারের ভিতরে গোগি গ্যাংয়ের সদস্যরা ছুরি দিয়ে তাজপুরিয়ার ওপর আক্রমণ চালায়। কিন্তু, তিনি তখনও জীবিত ছিলেন এবং কারাগারের নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে দ্বিতীয়বার আক্রমণ করে।

নতুন ফুটেজে দেখা যাচ্ছে নিরাপত্তা কর্মীরা একটি করিডোরে ছিলেন যখন অভিযুক্তরা দরজা দিয়ে ঢুকে দ্বিতীয়বার তাজপুরিয়ায় হামলা চালায়। ভিডিয়োতে তাকে পা নড়াচড়া করতে দেখা যায়। অর্থাৎ তখনও সে বেঁচে ছিল। ফুটেজে আরও দেখা যাচ্ছে, গ্যাংস্টারের ওপর হামলা চালানোর সময় নিরাপত্তাকর্মীরা পাশে দাঁড়িয়ে আছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup