IPL 2023: Jasprit Bumrah Posts Heartfelt Message For Wife Sanjana Ganeshan


আমদাবাদ: আইপিএল (IPL 2023) মধ্যগগনে। তবে চোটের জন্য তিনি নেই। মুম্বই ইন্ডিয়ান্স বোলিংকেও যে কারণে অনেকটাই দুর্বল দেখাচ্ছে। তবে চাপের পরিস্থিতিতে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পাশে পেয়েছেন স্ত্রী সঞ্জনা গণেশনকে (Sanjana Ganeshan)। শনিবার সঞ্জনার জন্মদিন। আর বিশেষ এই দিনে বিশেষভাবে শুভেচ্ছাবার্তা দিলেন ভারতীয় দলের পেসার।

বুমরা সোশ্যাল মিডিয়ায় সঞ্জনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন পাঞ্জাবি গানের এক কলি। লিখেছেন, ‘সচি তনু সামা লাকে রব নে বানায়া’। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, ‘ঈশ্বর তোমাকে অনেক সময় নিয়ে গড়েছেন’। সঙ্গে লিখেছেন, ‘আমার খুশি থাকার কারণের জন্মদিন আজ’।

বুমরাকে ধন্যবাদ জানিয়ে পোস

ট করেছেন সঞ্জনাও।

 


আইপিএল (IPL) থেকে ছিটকে যান যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আমদাবাদের ডানহাতি ফাস্টবোলারের পরিবর্ত হিসাবে সন্দীপ ওয়ারিয়রকে সই করিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল সন্দীপের। ঘরোয়া ক্রিকেটে ভীষণ অভিজ্ঞ। খেলেছেন দুশোটির বেশি ম্যাচ। যার মধ্যে ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৩৬২ উইকেট রয়েছে সন্দীপের ঝুলিতে। 

বুমরার অস্ত্রোপচার হয়েছে নিউ জ়িল্যান্ডে। সেই অস্ত্রোপচারের ছ’সপ্তাহ পর রিহ্যাব শুরু করা হয়েছে। বেঙ্গালুরুতেই এখন রিহ্যাব চলবে বুমরার। পিঠে চোট ছিল তাঁর। এখন আর তাঁর কোনও ব্যথা নেই বলেই জানিয়েছে বোর্ড। আশা করা হচ্ছে এক দিনের বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবেন বুমরা।                    

আরও পড়ুন: দুরন্ত কিপিং থেকে দায়িত্বপূর্ণ ব্যাটিং, গুজরাতকে জিতিয়ে কী বললেন ঋদ্ধিমান?

গত বছর সেপ্টেম্বরে শেষ বার ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল বুমরাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। এই বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে দলে রাখা হলেও শেষ পর্যন্ত খেলতে পারেননি বুমরা। আইপিএলেও খেলতে পারছেন না তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও (৭ জুন) খেলতে পারবেন না বুমরা।                                                               

আরও পড়ুন: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?