IPL 2023: Karun Nair Replaces Kl Rahul In Lucknow Super Giants Squad Know Details


লখনউ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। সেই চোটের কারণেই আইপিএল তো বটেইও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন রাহুল। এবার তাঁর বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রাহুলের বদলে আরেক কর্ণাটক ব্যাটার করুণ নায়ারকে (Karun Nair) দলে নিল লখনউ।

ধারাবাহিক পারফরম্যান্স

নায়ার দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে প্রায় ৫০-র গড়ে ছয় হাজারের আশেপাশে রানও করেছেন তিনি। আইপিএলেও তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯৬ রান। এমনকী আন্তর্জাতিক ক্রিকেটে ট্রিপল হান্ড্রেড করারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। কেএল রাহুলের মতো তারকা ব্যাটারের বদলি হিসাবে নায়ারের অভিজ্ঞতাকেই বেছে নিল লখনউ। নতুন দলের হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নায়ারও।

নায়ার বলেন, ‘সুপার জায়ান্টসে যোগ দিতে পাওয়ায় খুব খুশি আমি। আশা করব কেএল যেন দ্রুত সুস্থ হয়ে আরও ভালভাবে মাঠে ফেরে। দলের সকলের সঙ্গে দেখা করার জন্য এবং দলের হয়ে পারফর্ম করার জ

ন্য আমি মুখিয়ে রয়েছি।’ 

রাহুলের চোট

আরসিবি ম্যাচে ফাফ ডু প্লেসির একটি শট বাউন্ডারি লাইনে বাঁচাতে গিয়েছিলেন রাহুল। সেই সময়ই আচমকা কোমরের নীচে ব্যথা পান রাহুল। এরপর টিমের ফিজিওর কাঁধে ভর করে মাঠে ছাড়তে দেখা যায় তাঁকে। এরপর চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ক্রুণাল পাণ্ড্য অধিনায়কত্ব করেছিলেন লখনউ দলের। সূত্রের খবর, আগামী সব ম্যাচগুলোয় লখনউয়ের নেতৃত্বে দেখা যাবে বঢোদরার এই অলরাউন্ডারকেই। নিজের ইনস্টাগ্রাম পোস্টে রাহুল লিখেছেন, ‘আগামী মাসে ভারতীয় দলের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারব না বলে একেবারে ভেঙে পড়েছি। ভারতীয় দলে ফিরে আসতে যা কিছু প্রয়োজন, সেটা করব আমি এবং ভারতীয় দলকে সাহায্য করতে মুখিয়ে আছি। সেটাই বরাবর আমার অগ্রাধিকার থেকেছে।’

চলতি আইপিএলে রাহুল রানেই ছিলেন। এখনও পর্যন্ত ২৭৪ রান নিজের নামের পাশে যোগ করেছেন তিনি। গড় ৩৪.২৫। এদিকে সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডে রয়েছেন রাহুল। কিন্তু একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এখনও পর্যন্ত আইপিএলে লখনউ সুপারজায়ান্টস ৫টি ম্যাচ জিতেছে। ঝুলিতে পুরেছে ১০ পয়েন্ট। 

আরও পড়ুন: রান পেলেন ঋদ্ধি, ৯ উইকেটে রাজস্থানকে হারিয়ে দিল গুজরাত