King Charle’s Coronation: রাজ্যাভিষেক চার্লসের, পোশাকে ছোঁয়া থাকছে বাংলার মেয়ের

রাজা চার্লসের রাজ্যাভিষেক রীতিমতো সাজো সাজো রব সারা ব্রিটেনে। সারা বিশ্ব থেকেই এই অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন বিশিষ্ট অতিথিরা। শনিবার ভারতীয় সময়ে বিকেল ৪টে ৩০ নাগাদ শুরু হতে লেছে এই অনুষ্ঠান। 

সারা বিশ্বের মতো ভারত থেকেই একাধিক অতিথি আমন্ত্রণ পেয়েছেন রাজ্যাভিষেকের রাজকীয় অনুষ্ঠানে। কিন্তু তার পাশাপাশি ভারতের সঙ্গে আরও এক বিশেষ সম্পর্ক রয়েছে এই অনুষ্ঠানের। এদিন চার্লস এবং ক্যামিলা যে পোশাক পরছেন, তার সঙ্গে সম্পর্ক থাকছে খোদ বাংলার। 

(আরও পড়ুন: ব্রিটেনের পাশাপাশি কোন কোন দেশের সম্রাট হতে চলেছেন তৃতীয় চার্লস, রইল বিশদে)

(আরও পড়ুন: কবে কীভাবে রাজা চার্লসের রাজ্যাভিষেক? জেনে নিন দিনক্ষণের সমস্ত খুঁটিনাটি)

৮ সেপ্টেম্বর নিজে থেকেই সিংহাসনে রাজা হিসেবে আসীন হয়েছিলেন চার্লস। এবার তাঁর রাজ্যাভিষেকের পালা। আনুষ্ঠানিক ভাবে ‘কুইন কনসর্ট’ ঘোষণা করা হবে চার্লসের স্ত্রী ক্যামিলাকে। আরসেই অনুষ্ঠানে পরার জন্য ক্যামিলার পোশাকের নকশা বানালেন হুগলির প্রত্যন্ত গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা মল্লিক। দেশ-বিদেশের বহু পোশাকশিল্পীর ডিজাইনের মধ্যে থেকে প্রিয়াঙ্কার আঁকা নকশা নির্বাচিত হয়েছে ক্যামিলার জন্য। ‘ইটারনাল রোজ়’ থিমের সেই পোশাক পরবেন তিনি। 

(আরও পড়ুন: মাথায় বসবে ২ কেজির মুকুট! কী নিয়ে মহড়া দিচ্ছেন কিং চার্লস? জানলেই চমকে উঠবেন)

তবে শেষ এখানেই নয়। এই অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের পোশাকে থাকছে ‘দ্য কসমিক বাটারফ্লাই ব্রুচ’। বিভিন্ন রঙের সমাহারে তৈরি হয়েছে প্রজাপতির আকারের ওই ব্রুচটি। এটিও ডিজাইন করেছেন প্রিয়াঙ্কা। তবে মূল অনুষ্ঠানে চার্লস এবং ক্যামিলাকে এই পোশাক পরতে দেখা যাবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। জানা গিয়েছে, মূল অনুষ্ঠানে না হলেও অভিষেকের কোন অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলাকে সেই পোশাক এবং ব্রুচ পরতে দেখা যাবে।

এর আগে রানি দ্বিতীয় এলিজ়াবেথের রাজত্বের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে তাঁর জন্য পোশাক এবং মুকুটের নকশা পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা। তা রাজপরিবারে প্রশংসিত হয়। তার পর থেকেই তাঁর গ্রহণযোগ্যতা বেড়েছিল সেখানে। তবে এখনও পর্যন্ত ইংল্যান্ড যাওয়ার সুযোগ হয়নি প্রিয়াঙ্কার। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কোনও দিন সুযোগ পেলে নিশ্চয়ই সেখানে যাবেন। যদিও আপাতত রাজ্যাভিষেকের সূত্রে আলোচনায় রয়েছে বাংলার মেয়ে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup